মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ ৬ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে বাংলাদেশসহ ১২টি দেশের ৬ শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার, দেশটির ভেরাক্রুজ থেকে ট্রেইলার ট্রাকের পেছনে লুকিয়ে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
এদের মধ্যে ৩৭ বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের আটক করে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কোটজাকোলকোসে নিয়ে যাওয়া হয়েছে।
মধ্য আমেরিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলের অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অন্যতম মাধ্যম মেক্সিকো সীমান্ত। আর তাই সারা বছরজুড়েই মেক্সিকো সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভিড় করতে দেখা যায় এসব অভিবাসন প্রত্যাশীদের।
আরও পড়ুন: ভারতের অরুণাচল দখল করল চীন!
এরই ধারাবাহিকতায় এবার ট্রেইলার ট্রাকের পেছনে করে লুকিয়ে সীমান্ত অতিক্রম করার সময় মেক্সিকোর ভেরাক্রজ থেকে উদ্ধার করা হলো ৬ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে। উদ্ধারকৃতদের মধ্যে মধ্য আমেরিকার অন্তত ১২টি দেশের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও, এদের মধ্যে ৩৭ বাংলাদেশি রয়েছেন বলেও নিশ্চিত করেছে মেক্সিকো কর্তৃপক্ষ।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়, উদ্ধারকৃতদের মধ্যে অধিকাংশই প্রতিবেশী গুয়াতেমালার নাগরিক। এদের মধ্যে অন্তত দেড়শ নারী ও শিশু রয়েছে বলেও উল্লেখ করা হয়। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে হন্ডুরাস, ডোমেনিকান প্রজাতন্ত্র, এল সালভাদোর এবং হাইতির নাগরিক রয়েছেন বলেও জানায় মেক্সিকো কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের আটক করে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কোটজাকোলকোসে প্রাদেশিক অ্যাটর্নি জেনালের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানানো হয়। আটকদের হয় নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে অথবা মেক্সিকোতে থাকার সুযোগ দেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
Tag: English News world
No comments: