পাথরবোঝাই লরিতে ধাক্কা শববাহী গাড়ির,ভারতের নদিয়ায় মৃত অন্তত ১৭, আহত বেশ কয়েক জন
পাথরবোঝাই লরিতে ধাক্কা শববাহী গাড়ির, নদিয়ায় মৃত অন্তত ১৭, আহত বেশ কয়েক জন
মর্মান্তিক পথ দুর্ঘটনা নদিয়ায়। সৎকার করতে যাওয়া শ্মশানযাত্রীদের লরি পিছন থেকে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই লরিতে। যার জেরে এখনও অবধি ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েক জন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে শ্মশানযাত্রীদের দলটি আসছিল নবদ্বীপে। পথে নদিয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী লরিটি। এর জেরে শনিবার ভোররাতে ঘটেছে দুর্ঘটনা। শববাহী লরিতে প্রায় ৩০-৩৫ জন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার পর আহতদের নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণনগর জেলা হাসপাতালে। সেখানেই ১৭ জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত এক যাত্রী বলেছেন, ‘‘রাস্তা খারাপ ছিল। কুয়াশাও ছিল। তার মধ্যেই জোরে গাড়ি চলছিল। নবদ্বীপের কাছে এসে পাথরবোঝাই লরিতে ধাক্কা মারে আমাদের গাড়ি।’’
No comments: