লাখো বাতির সজ্জায় ডেনমার্কের টিভোলি
বড়দিন সামনে রেখে এক লাখের বেশি বাতির আলোয় রঙিন হয়ে উঠেছে ডেনমার্কের টিভোলি। বড়দিন উৎসবের আমেজ দিতে এক মাস আগে থেকেই প্রস্তুত কোপেনহেগেনবাসী।
ক্ষণ গণনার মাধ্যমে এভাবেই বড়দিন উৎসবের মৌসুম শুরু করলেন ডেনমার্কের কোপেনহেগেনবাসী। ক্রিস্টমাস ট্রিসহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা বলে দেয় বড়দিন এসে গেছে। টিভোলির অ্যামিউজমেন্ট পার্কসহ বিভিন্ন স্থাপনায় নানা রঙের এক লাখের বেশি বাতি দিয়ে সাজানো হয়েছে এবার।
করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো প্রায় দুই বছর স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ডেনমার্কবাসী। তাই এবারের প্রতিপাদ্য ঐক্য, ঘনিষ্ঠতা ও ভালোবাসা। আলোর মাধ্যমে ভালোবাসার চিহ্ন দিয়ে এ বিষয়গুলোই ফুটিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরের শুরুতেই ভারত সফরে যাচ্ছেন পুতিন
স্বাভাবিক সময়ে বড়দিনের এ মৌসুমে ১০ লাখের বেশি দর্শনার্থী টিভোলি ঘুরতে আসেন। তবে গেল বছর কোভিড মহামারির কারণে ঠিক দু’সপ্তাহের মাথায় তা বন্ধ করে দিতে হয়। সব মিলিয়ে একতা বোঝাতেই এবার এক লাখের বেশি বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে। আর তা উপভোগও করছেন দর্শনার্থীরা।
দর্শণার্থীরা বলেন, সত্যিই অসাধারণ দৃ
Tag: English News lid news world
No comments: