Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » দুবাই এয়ার শোতে ২৫৫ বিমান কেনার চুক্তি!




দুবাই এয়ার শো'র দুদিনের মধ্যে এয়ারবাসের ২৫৫টি বিমান কেনার চুক্তি করেছে মার্কিন প্রতিষ্ঠান ইন্ডিগো পার্টনার। বিভিন্ন পরিবহন সংস্থার নজর কেড়েছে এয়ারবাসের এ-থ্রি-টু- এয়ারবাসের দাবি, অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠান ক্রয় আদেশ সংকটে পড়লেও ভালো অবস্থানে থাকবে তাদের প্রতিষ্ঠানটি। চলছে দুবাই এয়ার শো-২০২১। সংযুক্ত আরব আমিরাতে রোববার শুরু হয়েছে ৫ দিনের এই বিমান প্রদর্শনী। প্রদর্শনীতে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসসহ বিশ্বের বিভিন্ন কোম্পানি রঙ ছড়িয়ে তুলে ধরছে তাদের যাত্রীবাহী ও সামরিক বিমান। প্রথম দিন থেকে ক্রেতাদের নজর কেড়েছে এয়ারবাসের যাত্রীবাহী জেট এ-ত্রি-টু-ওয়ান নিও মডেলের বিমানটি। এরই মধ্যে এই বিমান সরবরাহে হাঙ্গেরির বিমান সেবাদাতা প্রতিষ্ঠান উইজ এয়ার, মার্কিন বিমান পরিবহন সংস্থা ফ্রন্টিয়ার এয়ারলাইন্স, চিলির জেটমার্ট ও মেক্সিকোর ভোলারিস'র সঙ্গে চুক্তি করেছে এয়ারবাস। চাহিদা ধরে রেখেছে এয়ারবাসের এ-ত্রি-টু-জিরো মডেলের বিমানও। প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ক্রিশ্চিয়ান শেচার বলেন, এ-ত্রি-টু-ওয়ানসহ পুরো এ-ত্রি-টু-জিরো মডেলের সব বিমানের চাহিদা ব্যাপক বেড়েছে। এর কারণও আছে, এটির জ্বালানি ফুরায় কম এবং এতে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণও কম হয়। অন্যদিকে ভেতরে রয়েছে ভ্রমণকারীদের জন্য আরামদায়ক পরিবেশ। সংস্থাটির আশা, এবারের শো শেষে ৩২ বিলিয়ন ডলারের চুক্তি হবে বিভিন্ন সংস্থার সঙ্গে। তবে, বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত এসব চুক্তি ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে পৌঁছাতে পারে। এবার বিশ্বের বিভিন্ন বিমান পরিবহন সংস্থার হয়ে এয়ারবাসের ২৫৫টি জেট কেনার চুক্তি করেছে মার্কিন প্রতিষ্ঠান ইন্ডিগো পার্টনার। বিল ফ্রাঙ্ক বলেন, গত কয়েক বছরে আমাদের এয়ারলাইন্সের ভালো প্রবৃদ্ধি হয়েছে। আশা করছি, আগামীতেও আমরা ভালো অবস্থানেই থাকব। বাজার ধরতে এয়ারবাস তাদের বিমানের দাম ২০১৯ সালের পর আবারও কিছুটা কমিয়েছে। এই জন্যই বিশ্বের ছোট ও মাঝারি আকারের বিমান সংস্থাগুলো এয়ারবাসের দিকে ঝুঁকছে বলে মনে করছেন বিশ্লেষকরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply