প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার পর আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সাদা-পোশাকের লড়াই শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। এ ম্যাচ দিয়েই নতুন আসরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হলো বাংলাদেশের।
লম্বা অপেক্ষার পর এ ম্যাচে বাংলাদেশ দলে টেস্ট অভিষেক হয়েছে ইয়াসির আলী রাব্বির। বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ইয়াসিরের। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কাছ থেকে টেস্ট ক্যাপ পরেন দীর্ঘদিন ধরে অভিষেকের অপেক্ষায় থাকা রাব্বি।
বাংলাদেশ : সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন এবং সাইফ হাসান।
পাকিস্তান : আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নওমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি এবং সাজিদ খান
No comments: