SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিষাদময় স্মৃতি ভোলাতে বর্ণিল সাজে এথেন্স
আসছে বড়দিন। উৎসবটিকে ঘিরে গ্রিসের রাজধানী এথেন্স সেজেছে বর্ণিল সাজে। শহরটির জনপ্রিয় সিনটাগমা চত্বর সাজানো হয়েছে জমকালো আলোকসজ্জায়। প্রতি বছর ডিসেম্বর থেকে এথেন্সে বড়দিন উদযাপনের প্রস্তুতি চলে। কিন্তু এ বছর করোনার বিষাদময় স্মৃতি ভুলিয়ে সাধারণের মনে আনন্দ পৌঁছে দিতে সময়ের আগেই বড়দিনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। সিনটিগমা চত্বরে ক্রিস্টমাস ট্রিজুড়ে চোখ ধাধানো আলোকসজ্জা। লাল-নীল-হলুদ নানা রঙের আলো। বৈদ্যুতিক বাতির পাশাপাশি কাগজের তৈরি নানা নকশার শৈল্পিক উপকরণে সাজানো হয়েছে গাছগুলো। চত্বরটির ১৯ কিলোমিটারজুড়ে বিভিন্ন রঙের প্রায় ষাট হাজার বৈদ্যুতিক বাতি। দেখে চোখজুড়ানো অবস্থা। মনোরম এই দৃশ্য দেখতে চত্বরজুড়ে ঘুরে বেড়াচ্ছেন ‌এথেন্সবাসী। তুলছেন ছবিও। প্রতি বছর ডিসেম্বর থেকে বড়দিন উপলক্ষে এথেন্স শহরকে সাজানোর প্রস্তুতি চলে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ক্রিস্টমাস ট্রিতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এ বছর ডিসেম্বরের আগেই বড়দিন উদযাপনে সাজানো হয়েছে এথেন্স ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান। গত বছর করোনা মহামারির কারণে বড়দিনের আনন্দ থেকে বঞ্চিত ছিল এথেন্সবাসী। তাই এবছর করোনার বিষাদময় স্মৃতি ভুলিয়ে সাধারণ মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। আরও পড়ুন: কলকাতায় বেড়েছে বাংলাদেশিদের পদচারণা এথেন্সের মেয়র কোসটাস বাকোয়ানিস বলেন, বেশকিছু সময় ধরে আমরা অনেক বাজে সময় পার করছি। এখন সময় এসেছে সবাই মিলে বড়দিন উদযাপনের, একটু আনন্দ করার। তবে বড়দিন উদযাপনের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারেও জোর দেওয়া হয়েছে। আলোকসজ্জা উপভোগে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাতে দর্শনার্থীদের ভিড় বেশি না হয়, সে বিষয়ে নজর রাখা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এথেন্স ছাড়াও গ্রিসের অন্তত ৩৫টি শহরের প্রধান চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply