SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রকস্টার’ হয়ে নাচলেন-মাতালেন প্রতিমন্ত্রী মুরাদ!
রকস্টার’ হয়ে নাচলেন-মাতালেন প্রতিমন্ত্রী মুরাদ! অভিনয়শিল্পী সংঘের অতিথি হয়ে এবার রকস্টারের ভূমিকায় অবতীর্ণ হলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সাজু খাদেম ছিলেন অনুষ্ঠানটির উপস্থাপক। অনুষ্ঠানের বক্তৃতা শেষে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। অভিনেত্রী তারিন ও প্রতিমন্ত্রী মুরাদ গলা মিলিয়ে গাইলেন, ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা..' অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা এবার আর থামলেন না। তারা প্রতিমন্ত্রী মুরাদের গান না শুনে তাকে ছাড়তেই রাজি নন। মুহুর্মুহু অনুরোধের মুখে উপস্থিত দর্শকদের হতাশ করেননি মন্ত্রী। এরপর কী বোর্ড, ড্রামস, লিড ও বেজ গিটার চেক করে মন্ত্রী অবতীর্ণ হলেন রকস্টারের ভূমিকায়। আরও পড়ুন: ভারতে করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার ২ নাগরিক প্রতিমন্ত্রী গাইলেন, ওই দূর পাহাড়ের ধারে, দিগন্তেরই কাছে, নিঃসঙ্গ বসে একটি মেয়ে, গাইছে, আপন সুরে...। এই গানে আর বসে থাকতে পারলেন না প্রথম সারির দর্শকরা। সবাই মিলেই নাচলেন গাইলেন। ভিডিও প্রতিমন্ত্রী এরপর আজম খানের ‘ওরে সালেকা ওরে মালেকা’ গানটি গাইলেন। গান শুনে প্রাণ রায়, ঊর্মিলা শ্রাবন্তী, বিজরী বরকতুল্লাহ, সুইটিসহ অনেক তারকা উঠে আসেন সিট থেকে। তারা এসময় মন্ত্রীর সঙ্গে নাচেন এবং সুর মেলান। রকস্ট্রিট নামের একটা ব্যান্ডদল রয়েছে ডা. মুরাদের সেটাও জানালেন গানের ফাঁকে। ক্লান্তিহীন এই রকস্টার প্রতিমন্ত্রী সবার শেষে গাইলেন আজম খানের বিখ্যাত গান, ‘রেললাইনের ওই বস্তিতে, জন্মে ছিল একটি ছেলে, মা তার কাঁদে....


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply