আনুষ্ঠানিকভাবে বাতিল ভারতের কৃষি আইন
আনুষ্ঠানিকভাবে বাতিল হলো ভারতের বিতর্কিত কৃষি আইন। সোমবার (২৯ নভেম্বর) লোকসভার শীতকালীন অধিবেশনে তিনটি কৃষি আইন বাতিলের বিল উত্থাপন করেন ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং। কোনো বাধা ছাড়াই কণ্ঠভোটে বিলটি পাস হয়। অধিবেশন শুরুর আগে সকাল থেকেই বিক্ষোভ করেন কংগ্রেসসহ বিজেপি বিরোধীরা।
ভারতজুড়ে তখন লকডাউন চলছিল। কোনো মানুষ ছিল না রাস্তা-ঘাটে। কল কারখানা রেল, বাস-বিমান সব বন্ধ। তখনো বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে রাজপথে অনড় ছিল কৃষকরা। তীব্র শীতেও খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে আন্দোলন চালিয়ে গেছেন হাজার হাজার কৃষক। বাড়ি-ঘর ছেড়ে রাজপথে বসতি গড়া সেই কৃষকদের মুখে ফুটল বিজয়ের হাসি।
সোমবার ভারতের লোকসভায় শীতকালীন অধিবেশনের শুরুতেই আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো মোদি সরকারের পাস করা বিতর্কিত তিনটি কৃষি আইন। এদিন আইনটি বাতিলের জন্য প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। বিলটি উত্থাপনের পর এ নিয়ে লোকসভার সদস্যদের কোনো আলোচনার সুযোগ দেওয়া হয়নি। মাত্র চার মিনিটের মধ্যে কণ্ঠভোটের মাধ্যমে বাতিল করা হয় কৃষি আইন।
আরও পড়ুন: ওমিক্রন: সব দেশকে সতর্ক করে ৫ তথ্য দিল ডব্লিউএইচও
অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তিনি বলেন, বিরোধীদের সব প্রশ্নের জবাব দেওয়া হবে পার্লামেন্টে। জনগণের দাবির প্রতি সম্মান জানাতেই কৃষি আইন বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
লোকসভার শীতকালীন অধিবেশনে কৃষি আইন বাতিল ছাড়াও আরও ৩০টি বিল উত্থাপন করা হবে। এরমধ্যে ব্যংকিং, পেনশন, বিদ্যুৎ খাতের নীতি পরিবর্তনের মতো গুরুপূর্ণ কয়েকটি বিল রয়েছে। যদিও প্রত্যেক ইস্যুতেই বিরোধীদের তুমুল বাধা রয়েছে।
Tag: English News Featured world
No comments: