মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনে শাহজামাল চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত
হয়েছেন। রবিবার অনুষ্ঠিত বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচন শাহজাম ১২ হাজার ৬৩১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুর রেজা ঘোড়া প্রতীক নিয়ে ১১ হাজার ৪১৪ ভোট পেয়েছেন।
রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটদান করবো চলে। বুড়িপোতা ইউনিয়নের মোট ৩৪ হাজার ৪০৪ জন ভোটারের মধ্যে ২৪ হাজার ৭৪৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫৭৭ টি ভোট বাতিল হয়ে যায়। নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত শাহজামাল পেয়েছেন ১২ হাজার ৬৩১ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রেজা ঘোড়া প্রতীক নিয়ে ১১ হাজার ৪১৩ ভোট পান। ভোট প্রদানের শতকরা হার ৮১%৩ ভাগ।
Tag: others Zilla News
No comments: