Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কুখ্যাত ‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কান্ডে দোষী সাব্যস্ত Karim Benzema, এক বছরের জেলের নির্দেশ আদালতের




কুখ্যাত ‘সেক্সটেপ অ্যাফেয়ার’কান্ডে দোষী সাব্যস্ত করিম বেঞ্জেমা। কুখ্যাত ‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কান্ডে দোষী সাব্যস্ত Karim Benzema, এক বছরের জেলের নির্দেশ আদালতের ৭৫ হাজার ইউরো জরিমানা দিয়ে এক বছরের জন্য জেলে গেলেন করিম বেঞ্জেমা। ফাইল চিত্র নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত জেলেই যেতে হচ্ছে ফ্রান্সের (France) তারকা ফুটবলার করিম বেঞ্জেমাকে (Karim Benzema)। পাঁচ বছর আগে ফ্রান্সের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেল করার জন্য করিম বেঞ্জেমার বিরুদ্ধে অভিযোগ করেন তাঁর সতীর্থ। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই কুখ্যাত 'সেক্সটেপ অ্যাফেয়ার' (Sex Tape Blackmail Case) কান্ডে অবশেষে দোষী সাব্যস্ত হলেন করিম বেঞ্জেমা। ফ্রান্সের আদালত বেঞ্জেমাকে এক বছরের জেলের পাশপাশি ৭৫ হাজার ইউরোর জরিমানা করল। ২০১৫ সালে 'সেক্স টেপ' বানিয়ে জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন বেঞ্জেমা।তাঁর বিরুদ্ধে আনা ওই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। ২০১৫ সালের শেষ দিকে বেনজেমার বিরুদ্ধে এই অভিযোগ উঠার পর ওই বছরই ফ্রান্স দল থেকে তাঁকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়। এই কারণে নিজের দেশে ২০১৬- এর ইউরোতেও খেলা হয়নি তাঁর এরপর তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলায় তদন্ত শুরু হয়। ব্ল্যাকমেলিংয়ের এই ঘটনায় বেঞ্জেমার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়। মামলা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে দেশের হয়ে মাঠে নামতে দেওয়া হবে না বলে জানায় ফরাসি ফুটবল সংস্থা। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন ও এথিকস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর গত মে মাসে জাতীয় দলে ফিরেছিলেন বেঞ্জেমা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply