Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » WT20: বিশ্বকাপে কার্যত বিদায় ভারতের, IPL-র মাতব্বররা দেশের জার্সিতে ফিকে---zeenews




গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের পর বিরাটরা ঘুরে দাঁড়াতে পারলেন না। পাকিস্তানের ম্যাচের পর রবিতে নিউজিল্যান্ড। সেই একই দৃশ্য। আগের ম্যাচে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হারল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে কার্যত শেষ হল টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশাও। পরিস্থিতি এমন যে বাকি ম্যাচগুলিতে জিতে মুখরক্ষা করতে পারলে হয়! গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের পর বিরাটরা ঘুরে দাঁড়াতে পারলেন না। রবিবার টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তথাকথিত তারকাখচিত ভারতীয় ব্যাটিং লাইন টিকতেই পারছে না। পাকিস্তান ম্যাচের মতোই রোহিত, রাহুলরা ব্যর্থ। এ দিন শুরুতে ওপেনিং করতে নামেন ইশান কিষান ও কেএল রাহুল। ৮ বলে ৪ রানে প্যাভিলিয়নে ফিরলেন কিষান। এরপর ফেরেন কেএল রাহুল। তাঁর সংগ্রহ ১৬ বলে ১৮ রান। রোহিত শর্মাও ক্রিজে টিকতে পারলেন না। ১৪ বলে করলেন ১৪। হাল ধরতে পারলেন না অধিনায়ক বিরাট কোহলিও। ১৭ বল টুকটুক করে এল ৯। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজারা কুড়িয়ে-বাড়িয়ে যা করলেন, তাতে নির্ধারিত ২০ ওভারে ভারতের রান দাঁড়াল ১১০। যা টি-২০ ক্রিকেটে 'লিলিপুটসম'। হলও তাই। ১৫ তম ওভারেই রান তুলে নিল নিউজিল্যান্ড। ব্যাটাররা রান করতে পারেননি। বোলারদের দেখেও মনে হয়েছে নির্বিষ। মার্টিল গাপ্টিল করলেন ১৭ বলে ২০ রান। অল্পের জন্য অর্ধ শতরান হাতছাড়া করলেন ডারিল মিচেল। তিনি করলেন ৩৫ বলে ৪৯। ৩১ বল খেলে ৩৩ করলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৪ ওভার ৩ বলেই ভারতের দেওয়া লক্ষ্য ছুঁয়ে ফেললেন ব্ল্যাক ক্যাপসরা। খেলায় জয়-পরাজয় আছে। তা বলে এমন বিপর্যয়! পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ভারত তুলল মাত্র ৩৫। শুধু তাই নয় আইপিএলে চার-ছক্কার ফুলঝুড়ি ছোটানো বাঘা বাঘা ক্রিকেটাররা যেন নিজেদের ছায়া। এমন মন্থর ব্যাটিং করলে কি ম্যাচ জেতা যায়! ১৪ ওভার পর্যন্ত ৪১ ডট বল খেলল ভারত। তা ২০ ওভারে দাঁড়াল ৫৪। ৫.১ ওভারে চার মারেন কেএল রাহুল। তার পর টানা ৭৬ বল বাউন্ডারি নেই ভারতের। এ কোন টিম ইন্ডিয়া?






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply