বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন
জাপানের কাছে প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়া বেস্টন উপকূলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন
বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির একটি টিভি চ্যানেলে এ তথ্য জানিয়েছে। এই দ্বীপ নিয়ে বিরোধ চলার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া এবং জাপানের মধ্যে আনুষ্ঠানিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করা সম্ভব হয়নি।
ওই টিভি চ্যানেল জানায়, রাশিয়া দ্বীপটির মূল অংশে সরঞ্জাম এবং কর্মী সরবরাহের জন্য বড় ল্যান্ডিং জাহাজ ব্যবহার করেছে। এ বছরের আগস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই দ্বীপে তারা সামরিক অবকাঠামো উন্নত করার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায়-প্রেমিকাকে-উত্যক্তের-দায়ে-মন্ত্রীর-পদত্যাগ
তারই অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হলো বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। জাপান দাবি করে রাশিয়ার দখলকৃত কুরিল দ্বীপ দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলের অংশ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া জাপানের কাছ থেকে দ্বীপ ছিনিয়ে নিয়ে নিজেদের কর্তৃত্ব দখল করে। কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ প্রশান্ত মহা সাগরের এই অংশের ৪টি দ্বীপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরাজিত জাপানের কাছ থেকে দখল করে নেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যা পরবর্তীতে রাশিয়ার অংশ হয়ে যায়।
দ্বীপগুলো হল,কুনাশির,ইতোরুপ,শিকতন ও রকি হাম্বনি। ১৯৫৬ সালে দখল হওয়া চারটি দ্বীপের দুটি ফিরিয়ে দিতে চায় সোভিয়েত সরকার। তবে জাপান নিজেদের পুরো অংশ ফিরে পাওয়ার দাবি জানায়।
Tag: English News Featured world
No comments: