SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » প্রতিরক্ষাপ্রধানের হেলিকপ্টার বিধ্বস্তের আগমুহূর্তের ভিডিও
প্রতিরক্ষাপ্রধানের হেলিকপ্টার বিধ্বস্তের আগমুহূর্তের ভিডিও ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতসহ ১৪ সামরিক কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্তের একদিন পর বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ ভিডিওটি সামনে এল। ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতীয় বিমান বাহিনীর এমআই- ১৭ ভি ফাইভ মডেলের ওই হেলিকপ্টারটি তামিলনাড়ুর কোয়েন্বাটোর এবং সুলুরের মধ্যে অবস্থিত নীলগিরি পাহাড়ের দুর্গম এলাকায় উড়ে যাচ্ছে। এর পরক্ষণেই সেটি ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে যায় এবং এর কিছুক্ষণ পরই সেটি নীলগিরি পাহাড়ের দুর্গম জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয়। এর আগে তামিলনাড়ুর কুন্নুরের কয়েকজন বাসিন্দা হেলিকপ্টার দুর্ঘটনা চোখে দেখার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন সংবাদমাধ্যমের সঙ্গে। স্থানীয় সময় বুধবার দুপুরে ভারতের তামিলনাড়ুতে বিধ্বস্ত হয় সামরিক হেলিকপ্টার এমআই-১৭ভি৫। মুহূর্তেই আগুন ধরে যায় হেলিকপ্টারটিতে। আরও পড়ুন: পুঁতে রাখা বোমায় মালিতে ৭ শান্তিরক্ষী নিহত হেলিকপ্টারটিতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ ১৪ আরোহী ছিলেন। দুর্ঘটনায় বিপিন ও তার স্ত্রীসহ ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিমান বাহিনী। বেঁচে যাওয়া একজন হলেন ভারতীয় এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে খারাপ আবহাওয়া। সেদিন আকাশ পরিষ্কার ছিল না। কুয়াশাচ্ছন্ন ছিল। এছাড়া অধিক উচ্চতা, পাওয়ার লাইনে সমস্যা ও যান্ত্রিক গোলোযোগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে কি না সে বিষয়ে তদন্ত করে দেখা যেতে পারে। জেনারেল বিপিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়াও ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানানো হয়েছে। শুক্রবার দিল্লিতে শেষকৃত্য অনুষ্ঠিত হবে ভারতীয় এ জেনারেলের। ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে দায়িত্বপালন করছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তার অবসরের একদিন আগেই এই পদের জন্য রাওয়াতের নাম ঘোষণা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিডিএস পদের মাধ্যমে কার্যত তিনি ভারতীয় সামরিক বাহিনীর তিন বাহিনীর কাজে সমন্বয়ের দায়িত্বপালন করছেন। তবে নিরাপত্তা বাহিনীকে কোনো নির্দেশ তিনি দিতে পারবেন না। ভারতীয় সেনাবাহিনীতে অবসরের বয়স ৬২ বছর। তবে চিফ অব ডিফেন্স স্টাফের অবসরের বয়স ৬৫ বছর। সেই হিসেবে, ২০২৩ সালের মার্চে সিডিএস’র দায়িত্ব থেকে অবসরে যাওয়ার কথা ছিল বিপিন রাওয়াতের।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply