সোহম-সুস্মিতার ‘পাকা দেখা’র ডান্স ফ্লোরের নেপথ্য গল্প প্রকাশ্
যে
ডান্স ফ্লোর কাঁপাচ্ছেন সোহম-সুস্মিতা
সোহম-সুস্মিতার ‘পাকা দেখা’র ডান্স ফ্লোরের নেপথ্য গল্প প্রকাশ্যে
নিজস্ব প্রতিবেদন: সোহম-সুস্মিতার ‘পাকা দেখা’ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই। এই কাপলকে মানিয়েছেও বেশ। শুটিং চলছে পুরোদমে। তারই ফাঁকে এবার ডান্স প্র্যাকটিসটাও সেরে নিচ্ছেন দুজনে। কী ভাবছেন সঙ্গীতের জন্য মহড়ায় ব্য়স্ত তাঁরা? না না আসলে সবটাই টলিউডের জন্য। নতুন ছবিতে রিল লাইফে জুটি বেঁধেছেন সোহম (Soham Chakraborty)-সুস্মিতা (Susmita Chatterjee)।
‘পাকা দেখা’-তে এই নতুন জুটি চুটিয়ে কাজ করছেন। ছবির সঙ্গীত পরিচালনায় জিৎ গাঙ্গুলি (Jeet Ganguly), আর তাঁর গানের তালে পা মেলাচ্ছেন সোহম-সুস্মিতা। তারই নেপথ্য দৃশ্য উঠে এল জি ২৪ ঘণ্টার হাতে। যেখানে তাঁদের পোজ শেখাচ্ছেন সেলিব্রেটেড কোরিওগ্রাফার বাবা যাদব (Baba Yadav)। রোমান্টিক কমেডি ছবিতে একটি পার্টি মুডের গানে নাচছেন সোহম ও সুস্মিতা।
No comments: