দেবলীনা এবং তথাগতর দাম্পত্যে ভাঙন কি তাঁর জন্য? মুখ খুললেন বিবৃতি
আট বছরের সংসার। তারও আগে থেকে বন্ধুত্ব এবং প্রেম। সেই দু’জনের সংসার এখন আলাদা আলাদা। বহু মাসের জল্পনায় সিলমোহর দিয়ে এক ছাদের তলায় থাকছেন না অভিনেত্রী দেবলীনা দত্ত এবং অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়। কিন্তু কেন? কোনও তৃতীয় মানুষের প্রবেশ? টলিপাড়ার শোনা যাচ্ছে, ‘ভটভটি’ ছবিটি পরিচালনা করার সময়ে তথাগতর সঙ্গে ছবির নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা বাড়ে। দেবলীনা সেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে নাকি তথাগত-বিবৃতি সহবাস করছেন। এমনকি তাঁদের সুন্দর সাজানো সংসার প্রত্যক্ষ করেছেন টলিপাড়ার কয়েক জন।
বিবৃতিকে যোগাযোগ করল আনন্দবাজার অনলাইন। নায়িকার কথায় জানা গেল, মাত্র দু’দিন আগে কলকাতায় ফিরেছেন তিনি। কাজের সূত্রে মুম্বইয়ে ছিলেন। বিবৃতি জানালেন, মুম্বইয়ে বসেই বিভিন্ন ফোন এবং বার্তায় তাঁকে অনেকে জানিয়েছেন এই ‘গুজব’-এর কথা।
No comments: