বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই সরকারসমর্থিত বাহিনীর সদস্য।
শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চলের টিটিও শহর থেকে ১০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
upay
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, নিহতরা বুরকিনা ফাসোর হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার্সের সদস্য। স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী নির্মূল করতে সরকার তাদের সহায়তা করছে।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীর বেশির ভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত। সূত্র: আল-জাজিরা, রয়টার্স
Tag: English News Featured world
No comments: