করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট শিরিল রামাফোসা করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) তার কার্যালয় থেকে এমন তথ্য মিলেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, ৬৯ বছর বয়সী এই প্রেসিডেন্টের শরীরে মৃদু উপসর্গ দেখা গেছে।
এক বিবৃতিতে তার কার্যালয় জানিয়েছে, আজ সকালে কেপ টাউনের স্টেট মেমোরিয়াল সার্ভিসে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ককে শ্রদ্ধা জানিয়ে ফেরার পর প্রেসিডেন্ট অসুস্থ বোধ করতে থাকেন।
১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অধীন ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ডি ক্লার্ক। গেল ১১ নভেম্বর তার মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকারের সর্বশেষ নেতা ছিলেন তিনি।
বিবৃতিতে বলা হয়, রোমাফোসা টিকার দুডোজ নিয়েছেন। বর্তমানে কেপ টাউনে আইসোলেশনে রয়েছেন। আগামী সপ্তাহের জন্য তার সব দায়িত্ব পালন করবেন বর্তমান ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা।
এদিকে করোনাভাইরাসের ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, এটি টিকার কার্যকারিতা কমিয়ে দিলেও খুব একটা মারাত্মক উপসর্গ দেখা দেয় না।
আরও পড়ুন: ওমিক্রন: বিপর্যয়ের মুখে দক্ষিণ আফ্রিকা
বিশ্বজুড়ে করোনার অতিসংক্রমণের জন্য দায়ী ডেল্টা চলতি বছরের শুরুতে প্রথম ভারতে শনাক্ত হয়েছিল। গেল মাসে প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রনের ব্যাপক সংখ্যক রূপান্তর ঘটেছে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার দেশগুলোর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।
এছাড়া সংক্রমণের গতি কমিয়ে আনতে দেশগুলোতে অভ্যন্তরীণভাবেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৯ ডিসেম্বর পর্যন্ত ৬৩টি দেশে ওমিক্রনের প্রাদুর্ভাব ঘটেছে। দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনে দ্রুত ছড়িয়ে পড়ছে এ সংক্রমণ।
No comments: