শেষযাত্রায় জেনারেল রাওয়াত, সামিল ৮০০ সেনা জওয়ান, শেষকৃত্যে ১৭ বার তোপধ্বনি
জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায়।
Gen Bipin Rawat's funeral LIVE: শেষযাত্রায় জেনারেল রাওয়াত, সামিল ৮০০ সেনা জওয়ান, শেষকৃত্যে ১৭ বার তোপধ্বনি
ফোটো- এএনআই
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত CDS জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১১ জন সেনা বাহিনীর কর্মী বুধবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে সেনাবাহিনীর Mi-17V5 হেলিকপ্টার। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মরদেহ দিল্লি পৌঁছায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং তিন সেনা প্রধান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায়। এই দুর্ঘটনায় বেঁচে থাকা একমাত্র সেনাকর্মী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের ৪৫ শতাংশ দুর্ঘটনায় পুড়ে গেছে বলে জানা গেছে।
No comments: