ভয়াবহ ওমিক্রন সংক্রমণের মুখে যুক্তরাজ্য, হাসপাতালে ভর্তি রোগী
করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ব্যক্তি যুক্তরাজ্যের হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন দেশটির শিক্ষাসচিব নাদিম জাহাউয়ি। তিনি বলেন, লন্ডন শহরে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা এখন তিনজন।
রোববার (১২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
করোনা টিকার দুটি ডোজ পর্যাপ্ত নয় বলে উল্লেখ করেন জাহাউয়ি। তাই সোমবার (১৩ ডিসেম্বর) থেকে ৩০ বা তার বেশি বয়সীদের বুস্টার ডোজ নিতে তিনি উৎসাহিত করেন।
শনিবার (১১ ডিসেম্বর) পর্যন্ত যুক্তরাজ্যে এক হাজার ৮৯৮ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানা গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের (এলএসএইচটিএম) বিজ্ঞানীরা ওমিক্রন নিয়ে সতর্ক করেছেন। তারা বলছেন, ভয়াবহ ওমিক্রন সংক্রমণের মুখে পড়বে যুক্তরাজ্য। ভয়াবহ পরিস্থিতি ঠেকাতে গত সপ্তাহে ঘোষিত প্ল্যান বি ব্যবস্থার বাইরে আরও নিষেধাজ্ঞা কার্যকরের প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: ওমিক্রন আক্রান্ত কিনা, জানা যাবে ২ ঘণ্টায়!
ইংল্যান্ডে বুস্টার ডোজ নেওয়া ব্যক্তিরা, যারা কোভিড আক্রান্তদের সংস্পর্শে আসবে তাদের আগামী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) থেকে সাত দিনের জন্য প্রতিদিন পরীক্ষা করতে বলা হবে। এর মানে সন্দেহভাজন বা নিশ্চিত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের সংস্পর্শে আশা ব্যক্তিদের পরবর্তীকালে আর আইসোলেশনের নেওয়ার প্রয়োজন হবে না।
মঙ্গলবার থেকে কর্মজীবীদের বাড়িতে থেকে কাজ করার পরামর্শ, মাস্ক পরার নিয়মাবলী এবং কিছু জায়গায় কোভিস পাস বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হবে।
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা করোনাভাইরাসের এ নতুন ধরন বা ভ্যারিয়েন্টটি শনাক্ত করার কথা জানান। করোনার নতুন এই ধরন ইতোমধ্যে বিশ্বের ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। সম্প্রতি বিশ্বের অধিকাংশ দেশে করোনা সংক্রমণ কিছুটা কমেছিল। এর মধ্যেই আতঙ্ক বাড়াচ্ছে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।
Tag: English News world
No comments: