Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি, লোকসভায় পেশ হল নির্বাচনী সংশোধনী বিল




আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি, লোকসভায় পেশ হল নির্বাচনী সংশোধনী বিল নির্বাচনী সংস্কারের ক্ষএত্রে এই বিলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদন: শীতকালীন অধিবেশনে সোমবার পেশ করা হল নির্বাচন সংশোধনী বিল ২০২১। আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিলে ভোটার রেজিস্ট্রেশনের সঙ্গে আধারের সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিলের মাধ্যমে ১৯৫০-র জন প্রতিনিধিত্ব আইন ও ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনে পরিবর্তন করা হবে। নির্বাচনী সংস্কারের ক্ষএত্রে এই বিলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ভোটার কার্ড বাধ্যতামূলক নয় ভোটদানের সময় আধার হলেও হবে, বিলের মাধ্যমে এই আইনই বাস্তবায়িত করতে চলেছে মোদী সরকার। শুধু আধার-ভোটার কার্ড সংযুক্তিরকণই নয় এছাড়াও নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ বৃদ্ধি সহ একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে ওই খসড়া বিলে। বিলের খসড়ায় বলা হয়েছে যে, ভোটার তালিকায় একই নামের পুণরাবৃত্তি ও ভুয়ো ভোট রুখতে ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার কার্ড যুক্ত করা হবে। শুধু তাই নয়, ভোটার তালিকাকেও আধার কার্ডের সঙ্গে যুক্ত করার প্রস্তাব রয়েছে বিলে। তবে আপাতত, এই সংযুক্তিকরণকে ঐচ্ছিক বলেই পেশ করা হচ্ছে।

তবে ইতিমধ্যেই নির্বাচন সংশোধনী বিল ২০২১-এর বিরোধীতা করা হয়েছে লোকসভায়। বিরোধীদের হট্টগোলে দুপুর দুটো অবধি লোকসভার অধিবেশনও স্থগিত করে দিতে হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply