Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রাহী-তাসকিন তোপে কোণঠাসা নিউজিল্যান্ড একাদশ।




রাহী-তাসকিন তোপে কোণঠাসা নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে গিয়ে নানা প্রতিকূলতাকে মোকাবেলা করে অবশেষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দল। একমাত্র এই প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেও বৃষ্টির বাঁধার মুখে পড়ে টাইগাররা। তার আগেই পাঁচটি উইকেট তুলে নিতে পেরেছে সফরকারী দল। যাতে কোণঠাসা

বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ২৭.৩ ওভারে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭১ রান। আবু জায়েদ রাহী ৩টি এবং তাসকিন দুটি উইকেট শিকার করেন। এর আগে মঙ্গলবার সকালে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম সেশনে ৯.২ ওভার হওয়ার পর ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ড একাদশের টপ অর্ডারের মেরুদন্ড ভেঙে দেন তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহী। বোর্ডে ১৪ রান যোগ হতেই ৩টি উইকেট হারায় কিউই একাদশ। ওপেনার লুক জার্গেসনকে (৬) শিকার করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন আবু জায়েদ রাহী। এক বলের ব্যবধানে একই ওভারে অধিনায়ক ডেভন কনওয়েকেও সাজঘরের পথ দেখান টাইগার এই পেসার। পরের ওভারেই জ্যাকব কামিংকে নিজের প্রথম শিকার বানান তাসকিন আহমেদ। যাতে ৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। বৃষ্টি শেষে মধ্যাহ্ন বিরতির পর আবারও মাঠে গড়ায় খেলা। এরপর ৩০ রানের জুটি গড়েন জ্যাক বয়েল ও মিচ রেনউইক। তবে ২০ রান করা বয়েলকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন। বয়েল ৪৭ বল খেলে লিটনের হাতে ক্যাচ দিলে ৩৮ রানে ৪ উইকেট হারায় কিউইরা। মধ্যাহ্ন বিরতির পর ঘণ্টাখানেক খেলা চলার পর আবারও ম্যাচে হানা দেয় বৃষ্টি। তার আগে কিউইদের সংগ্রহ ছিল ৬২ রানে ৪ উইকেট। কিন্তু বৃষ্টির বিরতির পর মাঠে নেমে কোনো রান যোগ করার আগেই আবু জায়েদ রাহীর তৃতীয় শিকারে পরিণত হন মিচ রেনউইক। তার ব্যাট থেকে আসে ৬০ বলে ১৮ রান। এর কিছুক্ষণ পরই বে ওভালের আকাশ ভেঙে আবারও নামে বৃষ্টি। যার ফলে বন্ধ হয়ে যাওয়া খেলা শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি। ফলে শেষ হয়ে যায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা। তবে এর মধ্যেই টাইগার দুই পেসারের বোলিং প্রস্তুতিটা হয়েছে বেশ ভালোই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply