সু চিকে সমর্থন দিয়ে যাবে মালয়েশিয়া
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির পাশে থাকার কথা জানিয়েছে মালয়েশিয়া। যদিও রোহিঙ্গা সংকটে তার ভূমিকা নিয়ে হতাশা রয়েছে।
সু চিকে সমর্থন দিয়ে যাবে মালয়েশিয়া
সিনার ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণপূর্ব এশীয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, সুচি ক্ষমতায় থাকাকালে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে আরও অগ্রগতি হওয়া উচিত ছিল। কিন্তু সেক্ষেত্রে তার পদক্ষেপ নিয়ে হতাশা থাকলেও দক্ষিণপূর্ব এশিয়ার রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, তাকে কারাদণ্ড দেওয়া হলেও আমরা তাকে সমর্থন দিয়ে যাব। যদিও আমাদের প্রত্যাশা ছিল, স্টেট কাউন্সিলের দায়িত্ব পালনকালে রোহিঙ্গাদের অধিকার নিয়ে তিনি সরব হবেন। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেননি। কিন্তু তার দল জাতীয় নির্বাচনে নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসে।
এদিকে সুচিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাকে ক্ষমতাচ্যুত করার পর তার বিরুদ্ধে করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়।
আরও পড়ুন: কারাগারই কি সু চি-র স্থায়ী ঠিকানা
এ সংক্রান্ত দুটি মামলায় তাকে এ সাজা দেওয়া হয়েছে।
মিয়ানমারে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সুচিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের।
সেনা হেফাজতে নেওয়ার চার মাস পর গত জুনে বিচার শুরু হয় সু চির। সেনাবিরোধী উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ তাঁর বিরুদ্ধে ১১টি অভিযোগ আনা হয়েছে।
Tag: English News Featured world
No comments: