Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রানওয়েতে আটকে গেল বিমান, ঠেলে সরালেন যাত্রীরাই




রানওয়েতে বিমান ঠেলছেন যাত্রীরাই। প্রথমে কোনো সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইতোমধ্যে ভাইরাল হয়েছে। বুধবার (০১ ডিসেম্বর) নেপালের বাজিরা বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বাস বা ট্রাকের মতো ঠেলে ঠেলে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়। এমন ঘটনার ভিডিওটি টুইটারে শেয়ার করেন বিমানবন্দরেই থাকা অপর ফ্লাইটের এক যাত্রী। এরপরই ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়। এতে দেখা যায়- বিমানের যাত্রী ও নিরাপত্তারক্ষীসহ প্রায় ২০ জনের একটি দল বিমানটিকে ঠেলছেন। একপর্যায়ে ঠেলে ঠেলে বিমানটিকে সরিয়ে নেন রানওয়ে থেকে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, অবতরণের সময় বিমানের পেছনের টায়ারটি ফেটে যায়। এতেই ঘটে চরম বিপত্তি। চাকা ফেটে যাওয়াতে কোনোভাবেই সরানো যাচ্ছিল না বিমানটিকে। এদিকে রানওয়ে আটকে থাকায় অন্য বিমান অবতরণেও অসুবিধে হচ্ছিল। সেই বিপত্তি সামলাতে বিমানের যাত্রীরা নেমে আসেন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিমান সরানোয় হাত লাগান তারাও। সম্মিলিত প্রচেষ্টায় কিছুক্ষণ পর তা নির্দিষ্ট স্থানে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হন তারা। আরও পড়ুন: থাপ্পড়ে বাড়বে সৌন্দর্য! ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুরেন্দ্র বারতাউল জানান, এয়ার ৯এন- এভিই বিমানটি হুমলার সিমকোট থেকে বাজুরা বিমানবন্দরে অবতরণ করেছিল। তখনই এই বিমানের টায়ার ফেটে যায় আচমকা। অন্য একটি বিমান তখন রানওয়েতে নামার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু এই ঘটনার জেরে সেই বিমানটিও অবতরণ করতে পারেনি। এসময় যাত্রীরা বিমানটি ঠেলে সরিয়ে দেন। পরে ওই বিমানটিকে সরিয়ে নেওয়ার পর তার চাকা সারানো হয়। তারপর অন্য বিমানটিও নিরাপদে অবতরণ করে। তবে এই ঘটনার জেরে কিছুক্ষণ বিমান ওঠা নামা বন্ধ ছিল নেপাল বিমানবন্দরে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply