Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ফুটবলকে বিদায় বলে দিচ্ছেন আগুয়েরো!




হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবল থেকে অবসর নিচ্ছেন আগুয়েরো। খবরটি শুনে অনেকেই অবাক হতে পারেন। আর্জেন্টিনার বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা সার্জিও আগুয়েরো হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন। স্পেনের দৈনিক মার্কার খবরে জানা গেছে, আগামীকাল বুধবার অবসরের ঘোষণা দিতে পারেন আগুয়েরো। অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির পর বার্সেলোনায় যোগ দেওয়া আগুয়েরো ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সম্প্রতি এল ক্লাসিকোতে বদলি নেমেই গোল করেন আগুয়েরো। এর পরই ধাক্কা খান। গত ৩০ অক্টোবর আলাভেসের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে তাঁর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এর পর মাঠ থেকে উঠে যান। পরে জানা যায়, তাঁর হৃদরোগের সমস্যা। কাতালুনিয়া রেডিওর খবরে বলা হয়, বর্তমান অবস্থায় আগুয়েরোর লা চালিয়ে যাওয়া সম্ভব নয়। গত জুনে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে ফ্রি ট্রান্সফার ফি তে বার্সেলোনায় মিশন শুরু করেন আগুয়েরো। ১০ কোটি ইউরো বাইআউট ক্লজে আগুয়েরোকে কিনেছিল বার্সেলোনা। প্রায় এক দশক আগে সোয়ান সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ লিগে অভিষেক হয়েছিল আগুয়েরোর। সে ম্যাচের ৬০ মিনিটে নেমে জোড়া গোল করেছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমে জোড়া গোল করলেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply