মানবতাবিরোধী অপরাধ মিয়ানমারের জান্তাপ্রধান আইসিসিতে অভিযুক্ত
মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর বিক্ষোভকারী ও রাজনৈতিক কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানোর জন্য এ অভিযোগ আনা হয়েছে।
আলজাজিরা জানায়, শুক্রবার হেগের আদালতে অভিযোগটি দায়ের করেছে মিয়ানমার অ্যাকাউন্টিবিলিটি প্রজেক্ট (এমএপি)। সংস্থাটি বিক্ষোভ-আন্দোলনের বিরুদ্ধে সহিংস হামলার অংশ হিসেবে ব্যাপক ও পদ্ধতিগতভাবে নির্যাতনের জন্য ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে।
এমএপির পরিচালক ক্রিস গানেস এক বিবৃতিতে বলেছেন, 'বেআইনি অভ্যুত্থানের নেতা তার নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার জন্য দায়ী। তার দোষী সাব্যস্ত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে এবং আমরা বিশ্বাস করি, হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার যথেষ্ট কারণ রয়েছে।'
সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে অন্তত এক হাজার ৩০০ জন নিহত হয়েছে। এদের ৭৫ জনের বেশি শিশু। এ ছাড়া গ্রেপ্তার হয়েছে অন্তত ১০ হাজার ৭৫০ জন।
Tag: English News Featured world
No comments: