নাইজেরিয়ায় নৌকা উল্টে ২৯ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে কানো রাজ্যে একটি নৌকা উল্টে গিয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
একটি মাদ্রাসা থেকে ৪০ শিক্ষার্থী নিয়ে নৌকাটি ওয়াতারি বাঁধের দিকে যাচ্ছিল। এসব শিক্ষার্থীর অধিকাংশের বয়স ১৮ বছরের নিচে। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় সেটি নদীতে উল্টে যায়।
কানো রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ আব্দুল্লাহি বলেন, উদ্ধারকারীরা ২৯টি মরদেহ তীরে নিয়ে এসেছেন। এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, তাতে নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল।
আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ১৫
স্থানীয় সরকারি কর্মকর্তা আমিনু বেল্লো গোগোরি বলেন, এ পর্যন্ত ছয় ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উমার শিওয়াবি ও টানকো ইসরা নামের দুইব্যক্তি বলেন, নৌকাটিতে কয়েকজন প্রাপ্তবয়স্ক লোকও ছিল। তবে যাত্রীদের কারো কারো বয়স ছিল ছয় বছরের নিচে। যে সাতজনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে, তারা সবাই শিশু।
Tag: English News world
No comments: