Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ক্ষমা চাইলেন কঙ্গনা, কৃষি আন্দোলন ঘিরে মন্তব্যের জেরে বিপাকে নায়িকা




শুক্রবার পঞ্জাবে অভিনেতার কনভয় ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে কৃষকেরা Kangana Ranaut: ক্ষমা চাইলেন কঙ্গনা, কৃষি আন্দোলন ঘিরে মন্তব্যের জেরে বিপাকে নায়িকা নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন ধরেই কৃষি আন্দোলন নিয়ে মতামতের জেরে বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। শিখ (Sikh) কৃষকদের সঙ্গে খালিস্তানি সন্ত্রাসবাদীদের তুলনা করে এই বিতর্কের সূত্রপাত করেন অভিনেতা নিজেই। এরপর সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকিও পান তিনি। এবার চন্ডীগড় যাওয়ার পথে তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে কৃষকেরা। শুক্রবার চন্ডীগড় যাচ্ছিলেন অভিনেতা কঙ্গনা রানাওয়াত। শ্রী কিরাতপুর সাহিবের অন্তর্গত বুঙ্গা সাহিবে তাঁর কনভয় ঘিরে আন্দোলন করেন সেই অঞ্চলের কৃষকেরা। অভিনেতাকে ক্ষমা চাওয়ার দাবি তোলে শিখ কৃষকেরা। অবশেষে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান কঙ্গনা রানাওয়াত। ক্ষমা চাওয়ার পরই বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর নিজের গন্তব্য চন্ডীগড়ে রওনা দেন অভিনেতা। Kangana_Ranaut কৃষি আইন প্রত্যাহারের পর গত ২০ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রানাওয়াত(Kangana Ranaut) শিখ (shikh) ধর্মাবলম্বীদের খালিস্তানি সন্ত্রাসবাদী (Khalistani Terrorist) বলে আখ্যা দেন। তিনি লেখেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) তাদের নিজের জুতোর ভিতর থাকা মশার মতো পিষে মেরেছিলেন। কঙ্গনার এহেন মন্তব্যেই চটেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। মুম্বইয়ের খার পুলিস স্টেশনে ২৯৫এ ধারায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অমরজিৎ সিং সাঁধু নামের এক ব্যক্তি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply