SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » Kareena Kapoor Khan: ওমিক্রন আতঙ্কে বলিউড! করোনা আক্রান্ত করিনা-অমৃতা
সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন করিনা নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। আতঙ্ক ছড়াচ্ছে বলিউডেও(Bollywood)। এবার করোনা (Corona) আক্রান্ত হলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। করিনার পাশাপাশি কোভিড ১৯ (Covid 19) পজিটিভ তাঁর প্রিয় বন্ধু অমৃতা আরোরা (Amrita Arora)। সূত্রের খবর, অমৃতা ও করিনা দুজনেই কোভিড টেস্ট করান। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে সোমবার। তবে তাঁরা ওমিক্রন ভাইরাসের আক্রান্ত কিনা সে বিষয়ে জানা যায়নি। দীর্ঘ দুবছর করোনা অতিমারির কারনে বলিউডের ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল। সাম্প্রতিক সময়ে সিনেমা হল খোলার পর ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছে বলিউড। এরই মাঝে করিনার করোনা আক্রান্ত হওয়ার খবরে মন ভারাক্রান্ত বিটাউনের। সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান করিনা। তিনি লিখেছেন, 'ইতিমধ্যেই নিজেকে আলাদা করে নিয়েছি। আমার বাড়ির সদস্য ও স্টাফেরা সবাই ডবল ভ্যাকসিন নিয়েছে। আমার কোনও শারীরিক অসুবিধা নেই। যাঁরা সস্প্রতি আমার সংস্পর্শে এসেছেন তাঁরা কোভিড টেস্ট করিয়ে নেবেন।'অন্যদিকে BMC-র তরফ থেকে অভিযোগ, করিনা কাপুর খান ও অমৃতা আরোরা অতিমারির নিয়ম কানুন না মেনেই বিভিন্ন পার্টিতে গেছে। আরও পড়ুন: Vicky Kaushal: বিয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর দিলেন ভিকি আরও পড়ুন: Harnaaz Sandhu: ম্যাজিক নম্বর ২১, বদলে দিল Miss Universe হরনাজের জীবন দেশে ওমিক্রন দাপট যেন গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেড়েছে। বিগত সপ্তাহে করোনার নয়া প্রজাতি নিয়ে আশঙ্কা তৈরি হলেও, এবার সেই উদ্বেগের আগুনে ঘি ঢেলে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৭। কর্নাটক, দিল্লি, গুজরাট, অন্ধ্রপ্রদেশ ও নাগপুরে পাওয়া গেছে ওমিক্রন ভাইরাস।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply