Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, নিহত ৭




ফের মুম্বাইয়ের বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৫ জনেও বেশি। শনিবার সকালে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের টারদেও এলাকার গোয়ালিয়া ট্যাঙ্কের গাঁধী হাসপাতালের বিপরীতে একটি ২০তলা আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, অগ্নিদগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় সূত্রের খবর, কমলা বিল্ডিং নামে ওই ২০তলা আবাসনের ১৮ তলায় সকাল ৭টার দিকে প্রথম আগুন লাগে। মুম্বাইয়ের বাসিন্দা পেড়নেকর বলেছেন, ‘‘দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও পুরো এলাকা ধোঁয়ায় ঢাকা রয়েছে।’’ তিনি জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ছ’জন বয়স্ক ব্যক্তি। তাঁদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। দমকলের এক কর্মী জানিয়েছেন, ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একে ‘লেভেল-৩’ পর্যায়ের অগ্নিকাণ্ড বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, আহত এবং অসুস্থদের মধ্যে ১২ জনকে স্থানীয় ভাটিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে তিন জন রয়েছেন আইসিইউ-তে। প্রসঙ্গত, গত অক্টোবরে দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মনাধিন বহুতল ভবনে আগুন লেগে কয়েক জনের মৃত্যু হয়েছিল। সূত্র: আনন্দবাজার






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply