Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » শূকরের হৃদযন্ত্র নেওয়া মার্কিন নাগরিক ছুরি হামলাকারী!




শূকরের হৃদযন্ত্র নেওয়া মার্কিন নাগরিক ছুরি হামলাকারী! শূকরের হৃদযন্ত্র নেওয়া মার্কিন নাগরিক ডেভিড বেনেটের বিরুদ্ধে ছুরিকাঘাত করে এক ব্যক্তিকে প্যারালাইজড করে দেওয়ার অভিযোগ উঠেছে। ১৯৮৮ সালে এডওয়ার্ড শুমেকার নামের ওই ব্যক্তিকে বেনেট সাতবার ছুরিকাঘাত করেছিলেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তের বোন।

সম্প্রতি প্রথমবারের মতো মানবদেহে প্রতিস্থাপন করা হয় শূকরের হৃদযন্ত্র। আর যার দেহে এটা প্রতিস্থাপন করা হয় তিনি হলেন ৫৭ বছর বয়সী মার্কিন নাগরিক ডেভিড বেনেট। বেনেট আক্রান্ত ছিলেন হৃদরোগে, অনেকবার অস্ত্রপচার করেও কোনো সফলতা না আসায় শূকরের হৃদযন্ত্র নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন বেনেট। আরও পড়ুন: টেক্সাসের জিম্মি সংকটের অবসান আলোচনায় আসা সেই বেনেটের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছেন এক নারী। এক প্রতিবেদনে বিবিসি জানায়, ১৯৮৮ সালে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছিলেন বেনেট। এমনকি প্রায় দুই দশক প্যারালাইজড থাকার পর ২০০৭ সালে মারা যান এডওয়ার্ড শুমেকার নামের ওই ব্যক্তি। শনিবার এক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এমনটি দাবি করেছেন তার বোন। ওই ঘটনায় বেনেটের ১০ বছরের কারাদণ্ড হয় বলেও উল্লেখ করেন ডাউনি নামের ওই নারী। এমন ব্যক্তিকে হৃদযন্ত্র দেওয়ার তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে, চিকিৎসকরা বলেছেন, তারা শুধুমাত্র তাদের দায়িত্ব পালন করেছেন। এদিকে, শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বেনেট। শ্বাস প্রশ্বাস নিতেও কোনো সমস্যা হচ্ছে না তার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply