Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » যারা মেসির সমালোচনা করে তারা ফুটবলের কিছুই বোঝে না: রিয়াল তারকা




ক্যারিয়ারের বড় একটা সময় লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী হয়েই খেলেছেন করিম বেনজেমা। কারণ স্প্যানিশ লা লিগায় বার্সেলোনারা কঠিন বিপক্ষ শক্তি রিয়াল মাদ্রিদের সেরা তারকা বেনজেমা। অর্থাৎ মেসির ক্যারিয়ারের বড় একটি সময় তার মাঠের শত্রু ছিলেন এই ফরাসি তারকা। আর সেই শত্রুতাকে একপাশে রেখে লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করলেন করিম বেনজেমা। আর্জেন্টাইন সুপারস্টারের সমালোচকদের এক হাত নিলেন রিয়াল মাদ্রিদ তারকা। বেনজেমার ভাষ্যে, যারা মেসির সমালোচনা করেন তারা ফুটবলের কিছুই বোঝেন না। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেইঁ (পিএসজি)। ফ্রেঞ্চ অনুষ্ঠান টেলেফুটে ম্যাচটি নিয়ে বেনজেমাকে প্রশ্ন করা হলে বেনজেমা জানালেন, পিএসজির বিপক্ষে খেলাটা কঠিন হয়ে দাঁড়াবে রিয়ালের। কারণ দলটিতে মেসি ও এমবাপ্পে আছেন। রিয়ালের হয়ে ৩০৩ গোল করা এই ফরাসি এই তারকা বলেন, ‘এমবাপ্পের বিপক্ষে খেলাটা হবে বিশেষ কিছু। এটা খুব ভালো একটা ম্যাচ হবে বলেই আশা করি। আর মেসির বিপক্ষে খেলা তো বেশ কঠিন। আমরা মেসির সমালোচনা করতে পারি না। যে-ই এমনটা করুক, সে ফুটবলের কিছুই বুঝে না।’ মেসিকে ডিঙিয়ে গত বছরের ব্যালন ডি’অর না পাওয়া তেঁতো অভিজ্ঞতা নিয়ে বেনজেমা জানালেন, এতে কোনো আক্ষেপ নেই তার। বেনজেমা বলেন, ‘ব্যালন ডি’অর আমার জন্য এমন কিছু যে গোল করে, গোল করে, কঠিন সময়ে উপস্থিত থাকে। এটার সঙ্গে আসলে অনেক বিষয় জড়িয়ে আছে; কেবল শিরোপা জেতাই না। কিন্তু যাই হোক ব্যালন ডি’অর তো আমি দেই না।’ তথ্যসূত্র: মার্কা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply