Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » টেক্সাসের জিম্মি সংকটের অবসান




যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি উপাসনালয়ের জিম্মি সংকটের অবসান হয়েছে। স্থানীয় গভর্নরের বরাতে সিএনএন এমন খবর দিয়েছে। গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, প্রার্থনার জবাব মিলেছে। সব জিম্মি জীবিত ও নিরাপদে আছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জিম্মিদের ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে সিনাগগ থেকে প্রচণ্ড বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের শব্দ শোনা গেছে। তবে সন্দেহভাজন জিম্মিকারীর অবস্থা সম্পর্কে এখনো পরিষ্কার কোনো ধারণা পাওয় যায়নি। এর আগে বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছিল এক ব্যক্তি। পরে ঘটনাস্থলে পুলিশের বিশেষ একটি বাহিনী পাঠানো হয়। বিবিসি বলছে, জিম্মিকারী পাকিস্তানি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ফেসবুক লাইভে ওই ব্যক্তি তার বোনের মুক্তির দাবি জানায়। গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানে মার্কিন কর্মকর্তাদের হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন জিম্মিকারীর বোন আফিয়া সিদ্দিকীকে ২০১০ সালে ৮৬ বছরের কারাদণ্ড দেন আদালত। আরও পড়ুন: টেক্সাস সীমান্তে হাজার হাজার অভিবাসীর মানবেতর জীবন বর্তমানে যুক্তরাষ্ট্রে সাজা ভোগ করছেন তিনি। তার মুক্তির দাবিতেই উপাসনালয়ে বন্দুক নিয়ে কয়েকজনকে জিম্মি করেন তিনি। এরই মধ্যে, আশপাশের এলাকা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply