Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কেনিয়ায় সন্ত্রাসী হামলা বিষয়ে ফ্রান্সের সতর্ক বার্তা: দেশটিতে কড়া নিরাপত্তা ব্যবস্




থা কেনিয়ায় অবস্থিত ফরাসী দূতাবাস পশ্চিমা নাগরিকদের প্রতি সন্ত্রাস সম্পর্কিত সতর্কতা জারি করেছে। এই সপ্তাহান্তে বিশেষ করে রাজধানী নাইরোবিতে যে জায়গাগুলিতে বিদেশীরা জড়ো হয় যেমন হোটেল এবং শপিং সেন্টার সেসব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। জার্মান দূতাবাস ওই দেশের নাগরিকদের অতটা সুনির্দিষ্টভাবে না হলেও কমমাত্রায় সন্ত্রাস জনিত সতর্কতা জারি করেছে এবং সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। কেনিয়ার পুলিশ বলছে, তারা ঐ সন্ত্রাস সম্পর্কিত সতর্কতা দেখেছে এবং নিরাপত্তা জোরদার করেছে। কেনিয়ার কর্তৃপক্ষ বলছে, তারা দেশটিতে যে কোনো পরিকল্পিত সন্ত্রাসী হামলার জবাব দিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থামোতায়েন করেছে। এর ঠিক আগেই, ফ্রান্স একটি সন্ত্রাস সম্পর্কিত সতর্কতা জারি করে এবং তার নাগরিকদের বিশেষ করে রাজধানী নাইরোবির শপিং মল এবং হোটেলগুলিতে না যাওয়ার জন্য সতর্ক করেছে। কেনিয়ার পুলিশের মুখপাত্র ব্রুনো শিওসো ভয়েস অফ আমেরিকাকে বলেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ সতর্ক বার্তাটি দেখেছেন এবং এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শিওসো বলেন, “আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না কিন্তু কেনিয়াবাসী ও বিশ্বকে আমি বলতে পারি যে দেশটি নিরাপদ---আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা সব বড় বড় শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা পাহারা মোতায়েন করছি। আমাদের নিরাপত্তা কর্মীরা খুবই সতর্ক এবং যথার্থ স্থানে রয়েছে। সুতরাং ভয়ের কিছু নেই।" ২০১৩ সালে আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েস্টগেট মলে হামলা চালিয়ে ৬০ জনেরও বেশি লোককে হত্যা করে। তিন বছর আগে সোমালি সন্ত্রাসী গোষ্ঠীর আরেকটি হামলায় দুসিট হোটেলে ২১ জন প্রাণ হারায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply