Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » স্মরণীয় জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ




বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন জয় করা যে কোনো দলের জন্যই বিরাট চ্যালেঞ্জের। এশিয়ার দলগুলোর কাছে সেটা আরো অবিশ্বাস্য ব্যাপার। সবশেষ ১১ বছর আগে এশিয়ার কোনো দল কিউইদের মাটিতে জয়ের দেখা পেয়েছিল। এত বছর পর এই কাজটা কী সহজভাবেই না করে ফেলল বাংলাদেশ! নিউজিল্যান্ডের মাঠে তাদেরকেই টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যাদের মাটিতে গেল ৩৩ ম্যাচে কোনো ফরম্যাটেই জিততে পারেনি বাংলাদেশ, এবার সেই সাদা পোশাকে সেই কাজটা করে দেখাল অনায়সেই। বাংলাদেশ দল যখন জয়ের গৌরব নিয়ে মাঠ ছাড়ছিল তখন ধারাভাষ্য কক্ষে ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। বাংলাদেশকে অভিবাদন জানিয়ে তিনি বলে উঠলেন, ‘বিশ্ব ক্রিকেটকেও একটা বার্তা দিল বাংলাদেশ।’ এরপর সোশ্যাল মিডিয়ার শুরু হয়ে যায় বাংলাদেশের বন্দনা। টুইটারে রীতিমত অভিনন্দনের জোয়ারে ভাসছেন ইবাদত-মুমিনুলরা। ম্যাচ শেষ হতে না হতেই ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ লিখেছেন,‘ মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয়, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকলে ভন অভিনন্দন জানিয়ে টুইট করেন, 'অসাধারণ বাংলাদেশ।' ম্যাচের মধ্যেও জয়ের আভাস নিয়ে ভন লেখেন, 'নিউজিল্যান্ডে অবিশ্বাস্য পারফর্ম করছে বাংলাদেশ। জিততে পারলে নিশ্চিতভাবেই এটা হবে অন্যতম সেরা জয়।' ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরের টুইট, 'খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত। টুপি খোলা অভিনন্দন।' শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্মের টুইট, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। ভালো খেলেছ।’ অস্ট্রেলিয়ার সাবেক পেসার জ্যাসন গিলেস্পির টুইট, ‘অসাধারণ নৈপূণ্য।‘ সূদর থেকে অভিনন্দন জানিয়েছেন দলের সঙ্গে না থাকা সাকিব আল হাসান-তামিম ইকবালরাও। সাদা পোশাকে টেস্টে এই প্রথমবার কিউইদের হারানোর ইতিহাস গড়ল বাংলাদেশ। একই সঙ্গে যে কোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জয়ের দেখা পেল মুমিনুল হকের বাংলাদেশ। কিউইদের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে মোট ৩৩ ম্যাচ খেলে অবশেষে স্বপ্নের জয়ের দেখা পেল বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে খুব বাজে সময় কেটেছে বাংলাদেশের। গত চক্রে নিজেদের ৭ ম্যাচের ৬টিতেই হেরেছিল বাংলাদেশ, একটিতে করেছিল ড্র। কিন্তু এবারের চক্র শুরু হলো দুর্দান্তভাবে। তাও আবার বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে। টেস্ট চ্যাম্পিয়শিপে বড় জয় দিয়ে নতুন বছর শুরু করল মুমিনুল হকের দল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply