দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া
অসময়ে ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এরইমধ্যে অঙ্গরাজ্যটির বিগ সার অঞ্চলের এক হাজার পাঁচশো একর জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।
দাবানলকে ‘কলোরাডো ওয়াইল্ডফায়ার’ নাম দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আগুনের ভিডিও।
আরও পড়ুন: ইতালিজুড়ে ওমিক্রনের চরম বিস্তার
ওই অঞ্চলের বাসিন্দাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান মহাসড়ক। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে দমকলকর্মীরা। তবে, বাতাসের কারণে বেগ পেতে হচ্ছে তাদের। ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বাড়ছে দাবানল।
গেল বছর অঙ্গরাজ্যটিতে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইতোমধ্যেই আবহাওয়াবিদরা পূর্বাভাসে জানিয়েছেন, ওই এলাকায় প্রবল বাতাস বইবে পরবর্তী সারাদিন ধরেই। ফলে আরও দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে।
Tag: English News Featured world
No comments: