Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নিউজিল্যান্ডে প্রথম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের




অনুশীলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক টেস্ট জয়ে উজ্জীবিত বাংলাদেশের সামনে এবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়ের হাতছানি। সেই স্বপ্ন নিয়ে আগামীকাল রোববার ক্রাইস্টচার্চে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট লড়াইয়ে নামবে বাংলাদেশ। সবুজ উইকেটে কিউইদের চ্যালেঞ্জ নিতে চায় বাংলাদেশ। বাংলাদেশের মেঘের আকাশ এখন রোদে ভরা। সোনালী আভা ছড়ানো এক দল এখন বাংলাদেশ। উজ্জীবিত সেই দল জয়ের মন্ত্র জপে তৈরি হেগলি ওভালে কিউইদের সব চ্যালেঞ্জ নিতে। সিরিজ শুরুর আগে যে দল নিয়ে একটুও প্রত্যাশা করেনি কেউ, মাউন্ট মঙ্গানুইয়ে অবস্মরণীয় কাব্য রচনা করা সেই তারাই এখন টেস্ট সিরিজের বড় দাবিদার। নিউজিল্যান্ডের মাটিতে যেখানে উপমহাদেশের বাকি দলগুলো ২০০৯ সালের পর সিরিজ জয়তো দূরের কথা, ড্র পর্যন্ত করতে পারেনি। মুমিনুলরা সিরিজ ড্র নিশ্চিত করে ফেলেছে, সিরিজ জিততে এবার কিউইদের জয়ের স্বপ্নকে রুখে দিলেই হয়। বে ওভালের চেয়ে হেগলি ওভালের বাইশগজ ভিন্ন হচ্ছে। উইকেটে সবুজের আবরণ চ্যালেঞ্জ জানাতে সেজেছে। নিউজিল্যান্ডের দ্বিতীয় ও তৃতীয় দিন তুলনামূলক ব্যাটিং সহজ। এই ম্যাচে টস জয় গুরুত্বপূর্ণ হতে পারে। গত ১০ ম্যাচে এই মাঠে আগে ব্যাট করা দল মাত্র একবার জিতেছে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলা ওপেনার জয়ের ইনজুরিতে বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেকের অপেক্ষায় নাঈম শেখ। জিততে মরিয়া কিউইরা পেস দিয়েই ঘায়েলের পরিকল্পনা করছে। এবাদত, তাসকিন, শরিফুল— এই ত্রয়ীতো আস্থা দিতে জানেন। এদিকে গত চার বছর ঘরের মাঠে এমন চ্যালেঞ্জে পড়েনি নিউজিল্যান্ড। সিরিজ কিভাবে ড্র করা যায় সেটা নিয়েই ভাবছে তারা। বে ওভালে ইতিহাস গড়েছিল বাংলাদেশ দুর্দান্ত দলীয় পারফরম্যান্স দেখিয়ে। স্বপ্ন সত্যি করতে এবাদত, মুমিনুল, লিটন, মুশফিকদের সবাই জ্বলে উঠতে হবে একসঙ্গে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply