Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইতালির স্থায়ী স্পন্সর ভিসার আবেদন শুরু




ইতালির স্থায়ী স্পন্সর ভিসার আবেদন শুরু ইতালির স্থায়ী স্পন্সর ভিসা আবেদনের প্রথম ক্লিক ডে আজ (২৭ জানুয়ারি)। স্থানীয় সময় সকাল ঠিক ৯টায় আবেদন গ্রহণ শুরু হবে। যে আগে জমা করতে পারবেন তার বিজয়ের সম্ভাবনা বেশি। ডিফরেন্টেশিয়াল পালস-কোড মডিউলেশন (ডিপিসিএম) অনুযায়ী, ২০২২ সালের জন্য ইতালির ভূখণ্ডে নন-ইইউ কর্মীদের প্রবেশের প্রবাহ সম্পর্কিত প্রথম ক্লিক ডে। এটি বিদেশি কর্মীদের কোটার মাধ্যমে ইতালিতে প্রবেশ করতে সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশসহ ৩২টি দেশের নাগরিকদের ১৭ হাজার স্থায়ী স্পন্সর ভিসা ইউনিটের কোটার জন্য আবেদন প্রেরণ শুরু হবে। ইতালির বসবাসকারীর স্পিড আইডেন্টিটি‘র মাধ্যমে (https://nullaostalavoro.dlci.interno.it) আবেদনপত্র জমা শুরু হবে। সাধারণত বাংলাদেশিদের আবেদন কোটা কয়েক সেকেন্ডের মধ্যে পূর্ণ হয়ে যায়। যারা আগে জমা দিবেন তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেশি। স্থায়ী স্পন্সর ভিসার ক্ষেত্র হলো কনস্ট্রাকশন, ট্যুরিজিম, ট্রান্সপোর্ট সেক্টর ও জেনারেল ওয়ার্কার। এসব ক্যাটাগরির আওতায় ১৭ হাজার কর্মী ইতালিতে স্থায়ীভাবে যাওয়ার সুযোগ পাবে। তবে বাংলাদেশের কোটা আবেদনকারীর চাহিদার তুলনায় অনেক কম।

এছাড়াও কৃষি-পর্যটন সেক্টর, হোটেল-রেস্টুরেন্টকর্মী ও মৌসুমভিত্তিক কাজের জন্য ৪২ হাজার কর্মী নেবে ইতালি। মৌসুমী শ্রমিকের আবেদন ক্লিক ডে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৯টায় শুরু হবে। তবে উভয় ক্যাটাগরিতে আবেদনের শেষ সময় আগামী ১৭ মার্চ। এই সময়ের মধ্যে ইতালির স্থানীয় সময় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ১০টা, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত আবেদন জমা করা যাবে। রবিবার বন্ধ থাকবে। আবেদনপত্র জমার সময় এবং বাংলাদেশিদের জন্য কোটা পূরণের সময়েই সবকিছু চূড়ান্ত করতে হবে। সেই সঙ্গে মালিকের কাগজপত্র আপডেট থাকা গুরুত্বপূর্ণ। নয়তো আর্থিকভাবে প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply