Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য কাজাখস্তান সরকার




জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদের চাপে কাজাখস্তান সরকারপ্রধান পদত্যাগ করেছেন। বুধবার (৫ জানুয়ারি) কাজাখ প্রেসিডেন্ট কাশেম-জমার্ট তোকায়েভ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন। প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, তেলসমৃদ্ধ মধ্য-এশিয়ায় জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ১০০ পুলিশ সদস্য গুরুতর আহত হন। এরপরই দেশটির সরকার পদত্যাগে যেতে বাধ্য হয়। মঙ্গলবার (৪ জানুয়ারি) প্রতিবাদ শুরু হয় দেশের অয়েল হাব বলে পরিচিত শহর মেঙ্গিস্টাতে। দ্রুত সেই সহিংস প্রতিবাদ অন্য শহরগুলোতে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। রাতেও বিক্ষোভকারীরা শহরের রাস্তায় ছিলেন। আলমাটিতে পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়েও বিক্ষোভ সামাল দিতে পারেনি সরকার। আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে ‘আইএস’ জঙ্গি নিহত আগে এলপিজির দাম বেঁধে দিয়েছিল সরকার। কিন্তু মঙ্গলবার এলপিজির ওপর থেকে সেই মূল্য তুলে নেওয়া হয়। ফলে অনেকটাই বেড়ে যায় এলপিজির দাম। বিক্ষোভের কারণে সরকার প্রথমে দেশে জরুরি অবস্থা জারি করে। বড় শহরগুলোতে লকডাউনও ছিল। তারপরও পরিস্থিতি সামলানো যায়নি। শেষ পর্যন্ত পদত্যাগপত্র দেন প্রধানমন্ত্রী। বিক্ষোভের বিষয়ে প্রেসিডেন্ট বলেছেন, এই ধরনের প্রতিবাদ অন্যায়। সরকারের সঙ্গে আলোচনায় বসা উচিত বিক্ষোভকারীদের। এদিকে প্রেসিডেন্ট কার্যকরী প্রধানমন্ত্রী হিসেবে স্মাইলভকে নিয়োগ করেছেন। সূত্র: রয়টার্স, ডয়চে ভেলে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply