Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শ্রীলঙ্কাকে হারিয়ে দিল জিম্বাবুয়ে




তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় আনলো জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২৯৬ রান করে ৫ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে ২২ রানে জিতে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেওয়া ৩০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই করলেও শেষ পর্যন্ত হারতে হলো স্বাগতিকদের। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার কুশল মেন্ডিস বিদায় নেন ৭ রান করে দলীয় ১৯ রানের মাথায় টেন্ডাই চাতারার বলে বোল্ড হয়ে। upay এরপর পাথুম নিশাঙ্কা ১৬ রানে ক্যাচ দেন ব্লেসিং মুজারাবানির বলে। তিন নম্বরে ব্যাট করতে নেমে একপাশ আগলে রাখেন কামিন্ডু মেন্ডিস। তবে দীনেশ চান্দিমাল ২ ও চারিথ আসিলাঙ্কা ২৩ রানে ফিরলেও ১১৮ রানের লম্বা জুটি গড়েন কামিন্ডু ও শানাকা। ৫৭ রানে কামিন্ডু মেন্ডিসের বিদায়ে ভাঙে জুটি। এরপর চামিকা করুনারত্নেকে নিয়ে জুটি গড়ে আসিলাঙ্কা তুলে নেন সেঞ্চুরি। ৯৪ বলে ১০২ রান করে আসিলাঙ্কার বিদায়ের পর করুনারত্নে ৩৪ রান করে ফেরেন সাজঘরে। এখানেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। এরপর আর জয়ের দৌঁড়ে পিছিয়ে পড়ে লঙ্কানরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮০ রানে থামে লঙ্কানদের ইনিংস। জিম্বাবুয়ের পক্ষে ৩টি করে উইকেট নেন টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। ১ উইকেট করে নেন ওয়েসলে মাধবেরে ও রিচার্ড নাগারভা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার তাকুদজয়ানসে কাইতানো ও রেগিস চাকাবা ৫৯ রানের জুটি গড়েন। কাইতানো ২৬ রানে বোল্ড হয়ে ফেরেন জেফ্রি বান্দারসের বলে। রেগিস চাকাবা করেন ৪৭ (৫০) রান। দুই ওপেনারের বিদায় হলেও অধিনায়ক ক্রেইগ অরভিন খেলেন ৯১ (৯৮) রানের দুর্দান্ত ইনিংস। সেন উইলিয়ামসের ব্যাটে আসে ৪৮ রান। এ ছাড়া সিকান্দার রাজা করেন ৪৬ বলে ৫৬ রান। তাতে ৮ উইকেটে ৩০২ রান তোলে সফরকারীরা। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন বান্দারসে। ২ উইকেট নেন নুয়ান প্রদীপ ও ১টি করে উইকেট নেন মাহেস থেকসেনা এবং চামিকা করুনারত্নে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply