বাংলাদেশে স্বর্ণ ব্যাংক তৈরি হওয়া উচিত: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে স্বর্ণ ব্যাংক তৈরি হওয়া উচিত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আগামীতে স্বর্ণখাত বাংলাদেশের রফতানি শিল্পে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে রাজধানীর বসুন্ধরা সিটিতে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন টিপু মুনশি।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, স্বর্ণব্যবসায়ীদের যেসব সমস্যা আছে তা সমাধানে সরকার কাজ করছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে সকল সূচকে এগিয়ে আছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলারি সমিতির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বলেন, স্বর্ণখাতকে দেশে রফতানিমুখী শিল্পে রূপান্তর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, স্বর্ণখাতকে রফতানিমুখী শিল্পে রূপান্তর করা গেলে এ খাত থেকে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
Tag: politics
No comments: