Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কাতারে করোনার নতুন নির্দেশনা, হতাশ প্রবাসীরা




কাতারে করোনার নতুন নির্দেশনা, হতাশ প্রবাসীরা করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ ৫৭টি দেশকে লাল তালিকাভুক্ত করেছে কাতার। এইসব দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটি। এ সিদ্ধান্তে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। কাতারে করোনা সংক্রমণ র

োধে ভ্রমণ নীতির পরিবর্তন কার্যকর হচ্ছে ৮ জানুয়ারি থেকে। ১শ ৪৩ দেশকে সবুজ তালিকা ও ৫৭ দেশকে লাল তালিকা আর ৯টি দেশকে এক্সসেপশনাল রেড লিস্ট বা বিশেষ লাল তালিকাভুক্ত করেছে দেশটি। এইসব দেশে থেকে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। লাল, সবুজ তালিকায় থাকা দেশগুলো থেকে কাতারে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনের বাধ্যতামূলক বিধিনিষেধ না থাকলেও বিশেষ লাল তালিকায় থাকা বাংলাদেশসহ ৯ দেশের যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আরও পড়ুনঃ চীনে-ভবনে-ভয়াবহ-বিস্ফোরণ-নিহতের-সংখ্যা-বেড়ে-১৬ ছুটিতে থাকা প্রবাসীরা কাতারে ফিরলে বাধ্যতামূলক দুই দিন নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর বাংলাদেশ থেকে ভ্যাকসিন নেয়াদের নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে ২ থেকে ৭ দিন। বাংলাদেশকে বিশেষ লাল তালিকায় রাখায় হতাশ প্রবাসীরা। কাতারের ভ্রমণ নীতির তালিকা দেখে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি হতাশ ভারত, পাকিস্তান, নেপালের অভিবাসীরাও। জার্মানি, ফ্রান্স, ইতালিতে প্রতিদিন গড় আক্রান্তের হার দুই লাখের বেশি হলেও তাদেরকে রাখা হয়েছে লাল তালিকায়। এমনকি লাল তালিকা থাকা এইদেশগুলো থেকে আসা যাত্রীদের লাগবেনা কোয়ারেন্টাইনও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply