Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » চলছে শিল্পী সমিতির নির্বাচন




চলছে শিল্পী সমিতির নির্বাচন

চলছে শিল্পী সমিতির নির্বাচন। ভোটাররা ভোট দিচ্ছেন। ইলিয়াস-নিপুন ও মিশা-জায়েদ উভয় প্যানেলের নেতাকর্মীরাই উপস্থিত আছেন ভোটের মাঠে। মিশা এবং ইলিয়াস দুজনেই ভোট চাইছেন উপস্থিত ভোটারদের কাছে। মিশা সওদাগরকে জিজ্ঞেস করা হয়েছিল, একই লোকের কাছে একসাথেই যে দুইপক্ষ ভোট চাচ্ছে, ব্যাপারটা কেমন লাগছে? জানালেন, এটা ভোটারের মূল্যায়ণ। এটা ভোটের দিন ভোটারের সম্মান। একই কথা বললেন ইলিয়াস কাঞ্চনও। ইলিয়াস কাঞ্চন এবং মিশা উভয়কেই মনে হলো উৎফুল্ল। ইলিয়াস কাঞ্চন বলছেন, আনন্দ আনন্দ। সবকিছু উৎসবের মতো মনে হচ্ছে। ইলিয়াস এবং মিশা দুই প্যানেলই জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী। এফডিসিতে উপস্থিত আছেন নায়ক ফেরদৌস। বললেন, পুরো এফডিসির পরিস্থিতিকে শুটিং সেট মনে হচ্ছে, সবাই আনন্দ করছে। তবে ফেরদৌস ৪২ জন প্রতিদ্বন্দ্বীর কাছেই অনুরোধ করেছেন, এমন কোনো বেফাঁস কথা যেন কেউ না বলেন, যাতে ভোটার এবং দেশের সাধারণ মানুষ তাদের কাছে প্রত্যাশা হারিয়ে ফেলেন। অভিনেতা আফজাল শরীফ বললেন, এখনও পর্যন্ত সব ভোটার উপস্থিত হয়নি। তবে দুপুরে জুমার নামাজের পরই ভোটারের ঢল শুরু হবে বলে মনে করছেন তিনি। এখনও পর্যন্ত নির্বাচন পরিস্থিতি সুন্দর ও সুষ্ঠু। দুপুরের পর আরও জমজমাট হওয়ার প্রত্যাশা। নির্বাচনের মাঠে দুই পক্ষই বলছেন, ভোটাররা যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে। তবে ফলাফল যাই হোক, শিল্পী সমিতির উন্নয়নের জন্য কাজ করবেন সবাই মিলেমিশেই। শিল্পী সমিতির মূল লক্ষ্য এফডিসি, চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়ন বলেও জানান তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply