Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শারীরিক অবস্থার উন্নতি, আপাতত ICU-তে থাকছেন লতা মঙ্গেশকর




শারীরিক অবস্থার উন্নতি, আপাতত ICU-তে থাকছেন লতা মঙ্গেশকর গত এক সপ্তাহ ধরে আইসিইউতে রয়েছেন কিংবদন্তি শিল্পী

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হয়ে কিছুদিন আগেই মুম্বইয়ের ব্রীচক্যান্ডি হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। করোনা পাশাপাশি পরবর্তীকালে নিউমোনিয়ায় আক্রান্ত হন শিল্পী। বৃহস্পতিবার তাঁর টিমের তরফ থেকে জানানো হল কেমন আছেন তিনি? 'লতা দিদি মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। আজ সকালে তাকে এক্সটুবেশন (ভেন্টিলেটর বন্ধ করে) একটি ট্রায়াল দেওয়া হয়েছে। বর্তমানে, তাঁর শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। তবে আপাতত ডাঃ প্রতীতি সামদানীর নেতৃত্বে চিকিৎসক দলের পর্যবেক্ষণে থাকবেন। আপনাদের প্রার্থনা এবং শুভ কামনার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই',বলেছেন মঙ্গেশকরের ঘনিষ্ঠ বন্ধু আনুশা শ্রীনিবাসন। কিছুদিন আগে, ৯২ বছর বয়সী তারকার দল টুইট করেছিল,'লতা দিদির স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তিনি আইসিইউতে রয়েছেন। দয়া করে বিরক্তিকর গুজব ছড়ানো বা দিদির স্বাস্থ্য সম্পর্কিত এলোমেলো বার্তা ছড়াবেন না। ধন্যবাদ।' এদিকে, ভক্ত, বন্ধুবান্ধব এবং দেশজুড়ে অনুরাগীরা বর্তমানে বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর দ্রুত সুস্থতা প্রার্থনা করছে। বুধবার, লতা মঙ্গেশকরের জন্য একটি বিশেষ 'মহামৃত্যুঞ্জয় জাপ', এরপর একটি 'যজ্ঞ' আয়োজন করেছিল অযোধ্যার সাধুরা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিইউতে রয়েছেন লতা মঙ্গেশকর, তাই তাঁকে নিয়ে চিন্তিত গোটা দেশ। গুরু পরমহংস আচার্য মহারাজ, যিনি গায়কের জন্য পবিত্র অনুষ্ঠান আয়োজন করেছিলেন, তিনি বলেছেন, 'গায়িকা লতা মঙ্গেশকরের ভালো স্বাস্থ্যের জন্য আমরা একটি 'মহামৃত্যুঞ্জয় জপ' পরিবেশন করেছি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর সঙ্গে দেখা করার অনুরোধ করব।'






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply