ভারতে করোনা সংক্রমণ আরও কমল
ভারতে আরও কমল করোনা সংক্রমণ। কমেছে দৈনিক সংক্রমণের হারও। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ২৭ হাজার ৯৫২ জন, যা শুক্রবারের তুলনায় ১৪ শতাংশ কম। কমেছে সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯ শতাংশে। সাপ্তাহিক সংক্রমণের হার ১১ দশমিক ২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই লাখ ৩০ হাজার ৮১৪ জন। এর ফলে ভারতে করোনাকে হারিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ২ লাখ ৪৭ হাজার ৯০২। ভারতে সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু এখনো এক হাজারের ওপরে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১০৫৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: করোনায় টালমাটাল বিশ্ব, কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না
শুক্রবারই ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ পেরিয়ে গেছে। মৃতের সংখ্যায় শনিবারও শীর্ষে দক্ষিণের রাজ্য কেরালা। একদিনে ৫৯৫ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে কেরালায়। তার মধ্যে ৩৭০ জনের মৃত্যু আগেই হয়েছিল। কিন্তু তা অনথিভুক্ত ছিল।
গত ২৪ ঘণ্টায় ভারতে ১৬ লাখ ৩ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে ভারতে ৭৩ কোটি ৭৯ লাখ নমুনা পরীক্ষা হলো।
Tag: English News world
No comments: