Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হাইভোল্টেজ ম্যাচে পিএসজি-রিয়ালের সম্ভাব্য একাদশ




শেষ ষোলোর প্রথম লেগে মেসির পিএসজির মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লসব্লাঙ্কদের সমীহ করলেও দলগত পারফরম্যান্স উপহার দিয়ে ঘরের মাঠে জয়ের প্রত্যয় প্যারিসিয়ানদের। অন্যদিকে, ম্যাচটিকে ফাইনাল হিসেবে দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সময়টা দারুণ যাচ্ছে পিএসজির। ফরাসি লিগ ওয়ানে টেবিল টপার প্যারিসিয়ানরা। সবশেষ চার ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে পচেত্তিনোর শিষ্যরা। এবার তাদের সামনে চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের চ্যালেঞ্জ। প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে খেলা তাই নির্ভার পিএসজি। ম্যাচকে গুরুত্ব দিয়ে অনুশীলনে চনমনে ডি মারিয়া-এমবাপ্পেরা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচের ৫টিতে গোল করা পিএসজি তারকা লিওনেল মেসি আছেন দুর্দান্ত ফর্মে। বিগ ম্যাচ, তাই আর্জেন্টাইন সুপারস্টারের কাছে থেকে শতভাগ পারফরম্যান্স প্রত্যাশা কোচ পচেত্তিনোর। যদিও ইনজুরিতে থাকা ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার পুরোপুরি ফিট না থাকায় তার খেলা নিয়ে রয়েছে সংশয়। সেই সঙ্গে চোটের কারণে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের সার্ভিস মিস করবে পিএসজি শিবির। আরও পড়ুন : রিয়ালের বিপক্ষে কত গোল করবেন মেসি? তারপরও ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে চায় স্বাগতিকরা। রিয়ালের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে ছক কষেছেন পচেত্তিনো। যেখানে মেসির সঙ্গে ডি-মারিয়া এমবাপ্পে-হাকিমি-মারকুইনাসেরা আস্থার প্রতিদান দিতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন পিএসজি কোচ। অন্যদিকে, লা লিগায় টেবিলের শীর্ষে থাকায় ফুরফুরে মেজাজে রিয়াল মাদ্রিদ। তবে সবশেষ তিন ম্যাচের একটিতে জয় আর বাকি দুটিতে ড্র করায় কিছুটা ব্যাকফুটে লসব্লাঙ্করা। এবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে আতিথ্য নিলেও ইতিবাচক ফুটবল খেলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। কেননা চ্যাম্পিয়নস লিগে ১৩টি ট্রফি জেতায় ইতিহাসটা বেশ সমৃদ্ধ তাদের। পিএসজির মতো রিয়ালের ফরমেশনটাও ৪-৩-৩। পুরো মৌসুমে দারুণ ছন্দে থাকা ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন। সেই সঙ্গে টনি ক্রুস-অ্যাসেনসিও-ভিনিসিয়াসরা সেরাটা দিতে মুখিয়ে আছে। আরও পড়ুন : কে জিতবে পিএসজি-রিয়াল মহারণে? পিএসজির সম্ভাব্য একাদশ জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি, মার্কুইনহোস, প্রেসনেল কিম্পেম্বে, নুনো মেন্ডেস, মার্কো ভেরাত্তি, ইদ্রিসা গেয়ে, জর্জিনিও উইজনালডাম, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। রিয়াল মাদ্রিদ সম্ভাব্য একাদশ থিবো কর্তোয়া, দানি কারবাহাল, এডের মিলিটাও, নাচো ফান্দার্দোজ, ডেভিড আলাবা, লুকা মদ্রিচ, কাসেমিরো, টনি ক্রুস, মার্কো এসেনসিও, গ্যারেথ বেল এবং ভিনিসিয়াস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply