Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ম্যাট হেনরির আগুনে বোলিং পোড়াল দক্ষিণ আফ্রিকাকে




নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। ট্রেন্ট বোল্ট ছুটিতে থাকার সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ পেলেন ম্যাট হেনরি। সুযোগ পেয়েই বল হাতে চমক দেখালেন তিনি। দুর্দান্ত বোলিংয়ে তুলে নিলেন সাত উইকেট। হেনরির আগুনঝরা বোলিংয়ে পুড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হেনরির বোলিংয়ে মাত্র ৯৫ রানেই অলআউট হলো দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ৯০ বছর পর টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে একশোর নিচে গুটিয়ে প্রোটিয়ারা। হালকা ঘাসের উইকেটে হেনরি হয়ে উঠে ওঠেন রীতিমতো ভয়ংকর। দাপুটে বোলিংয়ে মাত্র ২৩ রান খরচ করেই তিনি তুলে নিলেন সাত উইকেট। এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। শুধু তাই নয়, ৭৯ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারেও ক্যারিয়ারসেরা বোলিং এটি। একই সঙ্গে রেকর্ড বইতেও নাম লেখান হেনরি। এতদিন দক্ষিণ আফ্রিকার মাটিতে নিউজিল্যান্ডের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল শুধু কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলির। ১৯৭৬ সালে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে ২৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন হ্যাডলি। এবার সমান উইকেট নিয়ে এ রেকর্ডে ভাগ বসালেন হেনরি। প্রোটিয়াদের অল্পতে থামিয়ে আজই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ১১৬ রান নিয়ে দিন শেষ করেছে কিউইরা। দিন শেষে উইকেটে ছিলেন নিল ওয়াগন্যার ও হেনরি নিকোলস। এরই মধ্যে ২১ রানের লিড পেয়ে গেছে নিউজিল্যান্ড। সংক্ষিপ্ত স্কোর দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৯.২ ওভারে ৯৫ (এলগার ১, এরউইয়া ১০, মারক্রাম ১৫, ফন ডার ডাসেন ৮, বাভুমা ৭, হামজা ২৫, ভেরেইনা ১৮, ইয়ানসেন ২*, রাবাদা ০, স্টুয়ারম্যান ০, অলিভিয়ের ১; সাউদি ১২-২-৩৩-১, হেনরি ১৫-৭-২৩-৭, জেমিসন ১১-৪-১৯-১, ওয়্যাগনার ৯.২-২-১১-১, ডি গ্র্যান্ডহোম ২-১-১-০)। নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৩৯ ওভারে ১১৬/৩ (ল্যাথাম ১৫, ইয়াং ৮, কনওয়ে ৩৬, নিকোলস ৩৭*, ওয়্যাগনার ২*; রাবাদা ১২-৪-৩৪-০, স্টুয়ারম্যান ১১-৫-১৯-০, ইয়ানসেন ৮-৩-১১-১, অলিভিয়ের ৮-১-৩৬-২)।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply