Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নিমেষে উড়িয়ে দেওয়া হলো জার্মানির ৭০ মিটার উঁচু সেতু




জার্মানিতে অর্ধশত বছরের পুরোনো একটি সংযোগ সেতু নিমেষে উড়িয়ে দিয়েছে দেশটির সড়ক বিভাগ। অর্ধশতাব্দীর বেশি বয়সী একটি সেতু নিমেষে উধাও করে দেওয়া হলো জার্মানিতে। রোববার দেশটির পাহাড়ঘেরা রিংগসডরফ অঞ্চলের ভিলসনডরফে মহাসড়কের সমতল থেকে ৭০ মিটার উচ্চতার সংযোগ সেতুটি বোমাসদৃশ বস্তু দিয়ে উড়িয়ে দেয় কর্তৃপক্ষ। সেতুটি ভেঙে দিতে সেতুর গায়ে করা হয় কমপক্ষে ১৮শ'র বেশি গর্ত। আর সেই গর্তে পুরে দেওয়া হয় বোমার আরডিএক্স। মিশায়েল শ্নাইডার বলেন, এ এক দারুণ অভিজ্ঞতা। তবে ঝুঁকিও কম ছিল না। একটু এদিক-ওদিক হলে বিপদ হতে পারত। বিশেষ করে পাশে নতুন আরও একটি সেতুর কথা মাথায় রাখতে হয়েছে বারবার। এমনকি অনেক বড়সড়ো দুর্ঘটনারও আশঙ্কা ছিল। সেতুটি ভেঙে ফেলতে ১২০ কেজি আরডিএক্স বা বোমার উপাদান ব্যাবহার করা হয়। এটি ভেঙে ফেলার কারণ হিসেবে অঞ্চলটির সড়ক বিভাগ জানায়, সেতুটির কৌশলগত ত্রুটি ছাড়াও শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল দুর্বল, যা এলাকাবাসীর জন্য ছিল বিরক্তের। বিশেষ করে মালবাহী বড় বড় লরি ও ট্রাকের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এলাকার সাধারণ মানুষ। আরও পড়ুন: করোনা নীতি বিরোধী সমাবেশ, টালমাটাল জার্মানি সেতুটি উড়িয়ে দেওয়ার পরপরই শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। এক লাখ টনেরও বেশি ইট-পাথর আর লোহার ভগ্নাংশ সরিয়ে নিতে এরই মধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যে ঠিক একই স্থানে নির্মিত সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply