Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » হেসেখেলে জয় পেলেন রোহিতরা




হেসেখেলে জয় পেলেন রোহিতরা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার (৬ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ উইকেটের বিশাল জয় পেয়েছে অধিনায়ক রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ১০০০তম ম্যাচে বিশাল জয় কুড়িয়ে নিয়মিত অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন ভারতের ক্রিকেটের এই হিটম্যান। টসে হেরে আগে ব্যাট করে অলরাউন্ডার জেসন হোল্ডারের হাফ সেঞ্চুরি স্বত্বেও মাত্র ১৭৬ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়রা। ভারতের তিন স্পিনারই দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করেন। এদিন যেন ভারতীয় স্পিনারদের স্পিনের জবাব খুঁজেই পায়নি ব্রাভো - পুরানরা। তিন স্পিনার যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর আর প্রশিধ কৃষ্ণার ঘূর্ণিতে উড়ে গেলো উইন্ডিজদের ব্যাটিং লাইনআপ। ত্রয়ী মিলেই শেষ করে দেন উইন্ডিজদের ব্যাটিং অর্ডার। স্পিনে দুর্বল ক্যারিবিয়ানদের এমন ফল অবশ্য অনুমিতই ছিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বরাবরই স্পিনারদের জন্য পয়মন্ত।

৪৩.৫ ওভারে মাত্র ১৭৬ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ফাবিয়ান অ্যালেন। ভারতের পক্ষে ৪৯ রান খরচায় ৪টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। এছাড়াও ওয়াশিংটন সুন্দর ৩টি এবং প্রশিধ কৃষ্ণা ২টি উইকেট নেন। এদিন স্পিনার চাহাল অর্জন করেন ১০০ উইকেটের মাইলফলক। এই মাইফলক অর্জনে তাকে খেলতে হয়েছে ৬০টি ম্যাচ। ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও ইশান কিষানের ওপেনিং জুটি মাত্র ১৩ ওভারেই ৮৪ রান তুলে ফেলে। ৫১ বলে ৬০ রান করে আলজেরি যোশেফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ভারত অধিনায়ক। কোনো এক প্রতিপক্ষের বিরুদ্ধে ৫০০০ রানের মাইলফলক গড়ার দিনে মাত্র ৮ রানে আউট হয়ে যান সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কেমার রোচের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর দ্রুত রিশভ পন্ত আউট হয়ে গেলেও জয়ের বন্দরে নোঙ্গর ফেলতে বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়ার। ভারতের পক্ষে অধিনায়ক রোহিত শর্মা সর্বোচ্চ ৬০ রান করেন । এছাড়া সূর্যকুমার যাদব করেন ৩৪ রান। ইশান কিষান ২৮ এবং দীপক হুডা করেন ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে যোশেফ ২টি উইকেট নেন ৪৫ রানের বিনিময়ে। আকিল হোসেন পান একটি উইকেট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply