Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ''সাবধানে ভোট দিন, না হলে বাংলা-কাশ্মীরে পরিণত হবে UP'', নির্বাচনী রাজ্যে 'সতর্কবার্তা' Yogi-র




''সাবধানে ভোট দিন, না হলে বাংলা-কাশ্মীরে পরিণত হবে UP'', নির্বাচনী রাজ্যে 'সতর্কবার্তা' Yogi-র যোগী আদিত্যনাথের মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ''সাবধানে ভোট দিন, না হলে বাংলা-কাশ্মীরে পরিণত হবে UP'', নির্বাচনী রাজ্যে 'সতর্কবার্তা' Yogi-র ফাইল ছবি নিজস্ব প্রতিবেদন: ২০২৪ সালে লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশ বিধানসভা ভোট যে বিজেপির কাছে 'অ্যাসিড টেস্ট ' একথা বলাই যায়। সেই উত্তরপ্রদেশে বৃহস্পতিবার থেকে শুরু হল বিধানসভা নির্বাচনের মহারণ। প্রথম দফায় আজ মোট ৫৮টি আসনে ভোটগ্রহণ হবে। আর উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটের দিনেই টুইট করে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোটারদের ভার্চুয়াল আবেদন জানিয়েছেন যোগী। টুইটারে একটি ভিডিয়ো আপলোড করে তিনি বলেন, ‘নিয়ন্ত্রণের মুখে দাঙ্গাবাজরা অধৈর্য হয়ে উঠছে এবং সন্ত্রাসীরা বারবার হুমকি দিচ্ছে।’ প্রায় ৬ মিনিট দীর্ঘ এক ভিডিয়ো বার্তায় যোগী এদিন বলেন, 'এই পাঁচ বছরে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে। সাবধান! যদি এই বিষয়গুলি আপনি ভুলে যান, তাহলে এই পাঁচ বছরের পরিশ্রম বেকার হয়ে যাবে। কাশ্মীর, কেরল, বাংলায় পরিণত হতে বেশি সময় লাগবে না উত্তরপ্রদেশের।’

ভিডিওতে ডবল ইঞ্জিন সরকারের উপর জোর দিয়ে যোগী বলেছেন, 'কেন্দ্র এবং রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের নিষ্ঠা এবং প্রতিশ্রুতি রয়েছে'। তিনি বলেন, ‘বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। গত পাঁচ বছরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও প্রতিশ্রুতি দিয়ে সবকিছু করেছে। আপনি সব কিছু দেখেছেন এবং বিস্তারিত শুনেছেন।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই বক্ত্যবেই বির্তকের তৈরি হয়েছে। শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। মোট সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার ভোট। সেই সাত দফা ভোটের আজকেই প্রথম দফা। মোট ১১ টি জেলা- মুজফফরনগর, মেরঠ, বাগপত, গাজিয়াবাদ, শামলি, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আগ্রা এবং মথুরা-য় ভোট। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply