Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শপিং সেন্টারে হামলায় নিহত ৪ ইসরাইলি




ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বিরসেবা শহরের ‘বিগ শপিং সেন্টারে’ হামলায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে হামলার এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হন। বিবিসি জানায়, বিরসেবা শহরে ‘বিগ শপিং সেন্টার’র সামনে তিনজনকে ছুরি দিয়ে হত্যা করা হয়। আরেকজনকে পালানোর সময় গাড়ি চাপা দিয়ে হত্যা করে আততায়ী। পালানোর সময় হামলাকারীকে একজন বাস ড্রাইভার গুলি করে হত্যা করেন। ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (শিনবেত) জানায়, ওই আততায়ী একজন ইসরাইলি আরব, যে এর আগেও আইএসকে সমর্থনের কারণে জেল খেটেছে। শিনবেত জানায়, ২০১৫ সালে সিরিয়া যাওয়ার পরিকল্পনার সময় তাকে আটক করে বিচারিক প্রক্রিয়া শেষে জেলে পাঠানো হয়। ২০১৯ সালে সে ছাড়া পায়। পেশায় হাইস্কুল শিক্ষক হামলাকারীর নাম মুহম্মদ গালেব আহমেদ আবু আলকিয়ান। তিনি বিরসেবা থেকে ১২ মাইল দূরের বেদুঈন শহর হুরার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবারের হামলার সূত্রপাত হয় পেট্রোল স্টেশনে এক নারীকে ছুরিকাঘাতের মাধ্যমে। এরপর সে আরেকজন সাইকেল আরোহীকে ছুরি দিয়ে হামলা করে। রাস্তা পার হয়ে শপিং সেন্টারে আরও কয়েকজনকে হামলা করে আলকিয়ান। আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে লাভবান হচ্ছে চীন বিবিসির কাছে থাকা ভিডিও ফুটেজে আলকিয়ানের হাতে একটি বড় ছুরি দেখা গেছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, ছুরিসহ আলকিয়ান এক ব্যক্তির মুখোমুখি হওয়ার পর তাকে (আলকিয়ান) গুলি করে হত্যা করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা জটিল হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবারের পর এ ধরনের তৃতীয় হামলা এটি। ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই হামলাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply